Digha Tour : মাত্র ১০০ টাকা খরচে দিঘা ভ্রমণের সুবর্ণ সুযোগ, ধামাকা অফার রাজ্যের

পুজোর আগে বা পরে অনেকেই দিঘা যান। এবার ভ্রমণার্থীদের কথা মাথায় রেখে ধামাকা অফার রাজ্য সরকারের। মাত্র ১০০ টাকা খরচে এবার দিঘা ঘুরতে পারবেন পর্যটকরা। এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সমুদ্র সৈকত প্রেমীরা।

Advertisement
মাত্র ১০০ টাকা খরচে দিঘা ভ্রমণের সুবর্ণ সুযোগ, ধামাকা অফার রাজ্যের দিঘা
হাইলাইটস
  • পুজোর আগে বা পরে অনেকেই দিঘা যান
  • এবার ভ্রমণার্থীদের কথা মাথায় রেখে ধামাকা অফার রাজ্য সরকারের

পুজোর আগে বা পরে অনেকেই দিঘা যান। এবার ভ্রমণার্থীদের কথা মাথায় রেখে ধামাকা অফার রাজ্য সরকারের। মাত্র ১০০ টাকা খরচে এবার দিঘা ঘুরতে পারবেন পর্যটকরা। এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সমুদ্র সৈকত প্রেমীরা। 

আসলে প্রতিবারই দুর্গাপুজোর সময় দিঘার সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ ভিড় জমান। তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই ভ্রমণের সুযোগ করে দিচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)। তাদের তরফে জানানো হয়েছে, মাত্র ১০০ টাকাতে দিঘা ও পার্শ্ববর্তী এলাকা যেমন, মন্দারমণি, উদয়পুর, তাজপুরে ভ্রমণের সুযোগ পাবে সাধারণ মানুষ। অন্য যানবাহনে গেলে এই খরচ অনেকটাই বেড়ে যায়। 

যাত্রীদের ওই এলাকাগুলি ঘোরাবে ব্যাটারি চালিত মিনিবাস। ২০১৯ সালে এই বাস চালু হয়েছিল। তবে কাছে বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ব্যাটারি চালিত মিনি বাস রয়েছে, সেগুলিকে দিয়ে পরিষেবার শুরু করতে চাইছে সংস্থা। বাড়ানো হচ্ছে না ভাড়াও। মাত্র ১০০ টাকাতেই এই সফর করা যাবে। 

SBSTC-র তরফে জানানো হয়েছে, এই বাসগুলি ব্যাটারিচালিত। একবার চার্জ দিলের ৭০ কিলোমিটার যেতে পারে বাসগুলি। বিভিন্ন কারণে বাসগুলি বন্ধ করা হয়েছিল। তবে এবার থেকে তা ফের চলবে। রয়েছে আরও সুখবর, গোটা বাসও বুকিং করতে পারেন পর্যটকরা। আর এই বাস চলতে শুরু করবে দুর্গাপুজোর আগে থেকেই। 

SBSTC-র তরফে আরও খবর, চলতি মাস অর্থাৎ অক্টোবরের ৮-৯ তারিখ থেকে এই বাস চলতে শুরু করতে পারে। পুজোর সময় বা তারপরও এই বাস চলার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্যাকেজ, ভাড়া, দ্রষ্টব্য স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে। পরিবহণ দফতর থেকে চূড়ান্ত ছাড়পত্র এলেই পরিষেবা চালু হবে।

এক্ষেত্রে মনে রাখতে হবে, এসবিএসটিসি-র দিঘা ডিপোতে গিয়ে নিয়ম মেনে বুকিং করতে হবে এই বাস। 

 

POST A COMMENT
Advertisement