scorecardresearch
 

'আর একটা সৌরভ পাব কিনা সন্দেহ আছে', বাংলার ক্রীড়ার মান নিয়ে প্রশ্ন দিলীপের

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day 2022) প্রসঙ্গে সবাইকে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ। সবাইকে পরিবেশ রক্ষার্থে সজাগ ও সতর্ক থাকার বার্তা দেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে সিকিমের প্রসঙ্গও উত্থাপন করেন দিলীপবাবু। তিনি বলেন, সিকিম স্বচ্ছ পরিবেশ তৈরি করেছে, প্লাস্টিক নিষিদ্ধ করেছে। এক্ষেত্রে সিকিমকে দেখে শেখা উচিত বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, রবিবারই সংগঠনের কাজে সিকিম যাচ্ছেন দিলীপ ঘোষ।

Advertisement
দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
হাইলাইটস
  • রাজ্যকে খেলাধূলায় আরও সহযোগিতার আবেদন
  • পরিবেশ রক্ষায় সতর্ক থাকার বার্তা
  • বার্তা দিলেন দিলীপ ঘোষ

'বাংলার খেলার মান ধীরে ধীরে নেমে যাচ্ছে, আবার একটা সৌরভ আমরা পাব কিনা সন্দেহ আছে', রবিবার রাজ্যের খেলাধূলা নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আরও বলেন, 'ক্রিকেট, ফুটবল, ব্যাডিন্টন, টেবল টেনি-সহ সব জায়গায় বাংলা একসময় প্রতিভাবান খেলোয়াড়দের দিয়েছে, যাঁরা বাংলা তথা দেশের মানসম্মান বাড়িয়েছেন। এখনও আছেন অনেকে, চেষ্টা করছেন। কিন্তু সরকারি সহযোগিতা না হলে খেলোয়াড় তৈরি হয় না। কারণ খেলাধূলায় অনেক খরচা হয়। খালি প্রতিভা থাকলে হবে না, ইন্সট্রুমেন্ট চাই, সেটাও রাজ্য সরকারকে দেখতে হবে।' 

এদিন বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day 2022) প্রসঙ্গে সবাইকে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ। সবাইকে পরিবেশ রক্ষার্থে সজাগ ও সতর্ক থাকার বার্তা দেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে সিকিমের প্রসঙ্গও উত্থাপন করেন দিলীপবাবু। তিনি বলেন, সিকিম স্বচ্ছ পরিবেশ তৈরি করেছে, প্লাস্টিক নিষিদ্ধ করেছে। এক্ষেত্রে সিকিমকে দেখে শেখা উচিত বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, রবিবারই সংগঠনের কাজে সিকিম যাচ্ছেন দিলীপ ঘোষ।

অন্যদিকে জিটিএ (GTA) ও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে ফের উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রীর সেই উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'সামনে নির্বাচন আসছে, তাই উনি ওনার সংগঠনের কাজ করবেন। কিন্তু প্রশাসন ভেঙে পড়ছে সেটা মুখ্যমন্ত্রীকে দেখতে হবে।'  

 

Advertisement