জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের পদার্পণ এবং সেখানে মমতার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ এখন বঙ্গ রাজনীতির 'হট টপিক'। এই নিয়ে চর্চার মাঝেই পদ্ম শিবিরের একাংশের সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট হয়েছে। শনিবার সকালে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। জোর করে এদিন দিলীপ বলেন, 'আমি পার্টি দাঁড় করিয়েছি। আর সেই পার্টিতে বাইরে থেকে এসে বড় বড় কথা বলছেন।' এই 'হঠাৎ করে বিজেপি' হয়ে ওঠা ব্যক্তিদের সমালোচনার কোনও জবাব দেবেন না বলে সাফ জানিয়েছেন তিনি।
শনিবার সকালে ইকোপার্কে হাঁটতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। তাঁকে নিয়ে অশোক দিন্দার মন্তব্য প্রসঙ্গে দিলীপ বলেন, 'আগেও এরকম অনেকে বলেছে। পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে। আমি কারও সমর্থন চাই না। আমি নিজের প্রিন্সিপ্যাল মেনে কাজ করি। দিল্লিতে যখন বিমানে করে করে নিয়ে গিয়ে লোক জয়েন করানো হতো তখন আমাকে ডাকা হতো। আমি যেতাম না। আমি কোনওদিন কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াইনি। দিল্লিতে কারও অ্যাপয়েনমেন্ট চাইনি।' এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষ বলেন, 'আমি পার্টি দাঁড় করিয়েছি। সেই পার্টিতে অন্য দল থেকে এসে এখন বড় বড় কথা বলছেন।'
দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি মন্তব্য করতে শোনা যায় অশোক দিন্দাকে। দিলীপ তৃণমূলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। তার প্রেক্ষিতেই এদিন কড়া মন্তব্য শোনা গেল দিলীপের মুখে।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে কি দলীয় কর্মসূচিতেও রাখা হচ্ছে না আজকাল? দিলীপের জবাব, 'আমি গত ৩ বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকি? আমি নিজের কর্মসূচি নিজেই তৈরি করি।'
তবে সৌজন্যের রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আমি ওখানে গিয়ে সৌজন্য দেখিয়েছি। কিন্তু উনি তা পারেননি। রাম মন্দিরের উদ্বোধনের সময় উনি সৌজন্য দেখাননি। ওঁকে আজ এখানে মন্দির গড়তে হল কেন? তৃণমূলকেই বা রামনবমীর মিছিল করতে হয় কেন?'