"মদন মিত্রের চ্যালারাই গন্ডগোল করেছে", কামারহাটির ঘটনায় প্রতিক্রিয়া দিলীপের

দিলীপ ঘোষ বলেন, "মদন মিত্রের (Madan Mitra) চ্যালারাই গন্ডগোল করেছে। কারণ ভাগ বাঁটোয়ারা নিয়ে সর্বত্রই গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। গুলি গোলা বোম নিজেদের মধ্যেই চলছে। পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে।"

Advertisement
"মদন মিত্রের চ্যালারাই গন্ডগোল করেছে", মন্তব্য দিলীপেরদিলীপ ঘোষ
হাইলাইটস
  • কামারহাটিতে তৃণমূলের দলীয় দফতের হামলা
  • "ভাগ বাঁটোয়ারার জন্যই গন্ডগোল"
  • পালটা তৃণমূলকেই বিঁধলেন দিলীপ

কামারহাটিতে তৃণমূলের দলীয় দফতরে হামলার ঘটনায় পালটা শাসকদলের দিকেই আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "মদন মিত্রের (Madan Mitra) চ্যালারাই গন্ডগোল করেছে। কারণ ভাগ বাঁটোয়ারা নিয়ে সর্বত্রই গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। গুলি গোলা বোম নিজেদের মধ্যেই চলছে। পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে।" দিলীপ ঘোষ আরও বলেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি। যারা এই ধরনের কাজ কর তারাই দলকে জেতাচ্ছে। তারাই দলকে পয়সা দিচ্ছে। কারণ রোজগারের রাস্তাতো চাই, আর তাই নিয়েই গন্ডগোল। বিজেপি ওই সংস্কৃতি বিশ্বাস করে না।"  

শনিবার রাতেই কামারহাটিতে তৃণমূলের দলীয় দফতরে হামলা চালায় একদল দুষ্কৃতী। দুই তৃণমূল (TMC) কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধরও করা হয়। এমনকী কয়েক রাউন্ড গুলিও চালান হয় বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীরা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরেই এলাকায় যান বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "প্রোমোটিং-এর নামে দুষ্কৃতী ও সিন্ডিকেটের দাপট বেড়েছে। প্রশাসনকে বলব আরও কড়া হতে।" একইসঙ্গে এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন বলেও জানান মদন।  

এদিকে ভোটের ফলাফলের প্রেক্ষিতে পুনর্গণনার দাবিতে কল্যাণ চৌবের হাইকোর্টে দ্বারস্থ হওয়ার বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যাঁদের মনে হয়েছে ভোটের ফলাফল ঠিক হয়নি, তাঁরা ইলেকশান পিটিশান দাখিল করছেন। তৃণমূলের লোকেরাও করেছেন, আমাদের লোকেরাও করছেন।" পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করে হলে দিলীপ বলেন, "পেট্রোল ডিজেলের দাম আজ নয়, অনেকবছর ধরেই বাড়ছে, কমছে। সরকারের হাতে পুরোটা নেই।" এক্ষেত্রে মানুষের ওপর চাপ কমাতে লোকাল ট্রেন ও মেট্রোরেল চালু করা উচিত বলেই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি। 
 

 

POST A COMMENT
Advertisement