একুশে জুলাই যতই এগিয়ে আসছে, দিলীপ ঘোষের গতিবিধি নিয়ে আলোচনা বাড়ছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরে দিলীপ ঘোষের কথায় যে 'কামব্যাক'-এর জোলার ইঙ্গিত মিলেছিল, আজ অর্থাত্ শুক্রবার সেই উদ্যোমে যেন কিছুটা ফিকে লাগল। যার নির্যাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় থাকছেন না বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানালেন, দল তাঁকে আমন্ত্রণ জানায়নি। ওদিকে আবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছে। তাই তিনি থাকতে পারছেন না সভায়। আক্ষরিক অর্থেই, দু'রকম দাবি।
মোদীর সভায় দিলীপকে ডাকল না বিজেপি
এদিন দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে সংবাদমাধ্যমকে দিলীপ জানালেন, তাঁকে পার্টি ডাকেনি। কর্মীরা ডেকেছিলেন। মোদীর সভায় না থাকা নিয়ে দিলীপের বক্তব্য, 'আমরা কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ করেছিলাম। আমাকে পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি যাই। অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছি না।' কিন্তু দিলীপের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানিয়ে বিজেপি-র দলীয় পোস্টার পোস্ট করেছেন। তাহলে হঠাত্ কী ঘটল?
Kolkata, West Bengal: BJP leader Dilip Ghosh says, "I am going to Delhi, that's all. I was called by the leaders. So I said yes. The party didn't call. Maybe the party doesn't want me to go. Maybe it will be uncomfortable if I go. So I'm not going to Durgapur. I'm going to Delhi… pic.twitter.com/fdMRxsMLhW
— IANS (@ians_india) July 18, 2025
সুকান্তর দাবির সঙ্গে মিলছে না
এদিকে দিলীপ যখন সরাসরি বলেই দিচ্ছেন, তিনি মোদীর সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ পাননি, বিজেপির আরেক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্তের দাবি, দিলীপকে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন বলেই তিনি থাকতে পারছেন না। সংবাদ সংস্থা ANI-কে সুকান্ত বললেন, 'দিলীপদাকে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছে, তাই থাকতে পারছেন না। এর মধ্যে কোনও বিতর্কের ব্যাপার নেই। আমাকেও যদি কেন্দ্রীয় নেতৃত্ব ডাকত, আমিও থাকতে পারতাম না।'
#WATCH | Durgapur, West Bengal: On BJP leader Dilip Ghosh to stay absent during PM Narendra Modi's rally today, Union Minister Sukanta Majumdar says, "The central leadership has called Dilip Ghosh to Delhi. I had a word with him, he is going to Delhi..." (17.07) pic.twitter.com/xSNchGJjpC
— ANI (@ANI) July 18, 2025
শমীক ভট্টাচার্যকে সংবর্ধনা অনুষ্ঠানেও ডাক পাননি
বস্তুত, মোদীর জনসভা তো দূর, শমীক ভট্টাচার্যকে সংবর্ধনা অনুষ্ঠানেও ডাক পাননি দিলীপ। কয়েক দিন আগেই দিলীপ ঘোষের সঙ্গে দলের রাজ্য নেতৃত্বের দূরত্ব ঘোচাতে দীর্ঘক্ষণ মিটিং করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মিটিং সেরে দিলীপকেও বেশ উদ্যোগী দেখা গেছিল। অন্য দলে যাওয়ার জল্পনা পুরো খারিজ করে জানিয়েছিলেন, তিনি বিজেপি আছেন ও থাকবেন। সেই দিলীপকে এবার প্রধানমন্ত্রী সভায় ডাকা হল না, ফলে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে।
এর আগে একুশে জুলাই দিলীপ ঘোষকে কোন মঞ্চে দেখা যাবে, সেই নিয়েও নানা আলোচনা চলছিল। মোদ্দা বিষয়, শমীকের সঙ্গে বৈঠকের পর দিলীপ ও বিজেপি-র রাজ্য নেতৃত্বের মধ্যে দূরত্ব ঘোচার যে ছবিটি দেখা গিয়েছিল, তা আবার একটু অস্পষ্ট হয়ে গেল।