মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের বাজেট ২০২৪ পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে গরিব বিরোধী বাজেট বলে অভিহিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নেন চার বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। পরে মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলোর দিশা নেই। চাকরির সংস্থান নেই।'
এদিকে, কেন্দ্রের বিজেপির জোট সরকারে থাকা নীতীশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর টিডিপির কথা ভেবে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য মোট ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হল অন্ধ্রপ্রদেশকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে চন্দ্রবাবুর রাজ্য। অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের এই বরাদ্দ বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়াও অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ করা হল ২.৬৬ লক্ষ কোটি টাকা।
বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণেও বরাদ্দ করা হয়েছে বিহারের জন্য। ওই রাজ্যের পর্যটনেও বিশেষ নজর দেওয়া হল। বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ করার পাশাপাশি ২১ হাজার কোটি টাকা বরাদ্দ হল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য । বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজও তৈরি হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে তৈরি করবে কেন্দ্র।
বাংলার জন্য বাজেটে কোনও বড় কিছু না থাকায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ওদের (বিহার ও অন্ধ্রপ্রদেশ) দিয়েছে তাতে অসুবিধা নেই। কিন্তু ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছুই দিল না। বাংলা বঞ্চিতই রইল। উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে।'