
কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফ্যামিলি পেনশন নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতর। রাজ্য সরকার পোষিত সব কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ ভাবে সক্ষম সন্তানরাও এবার ফ্যামিলি পেনশনের আওতায় এলেন। যা এতদিন ছিল না। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতর এই বিষয়টি জানিয়েছে।
নয়া বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
রাজ্য সরকার পোষিত কোনও কলেজের চাকরিরত বা অবসরপ্রাপ্ত কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর যদি বিশেষ ভাবে সক্ষম সন্তান থাকে এবং তিনি ২৫ বছর পূর্ণ হওয়ার পরেও রোজগার করতে সক্ষম না হয়ে থাকেন, তাহলে সারা জীবনের জন্য তিনি ফ্যামিলি পেনশন পাবেন।
সরকারি পোষিত কলেজে যিনি চাকরি করতেন, এতদিন তাঁর অবর্তমানে তাঁর স্ত্রী পেনশন পেতেন। গত বছর নিয়ম করে দেওয়া হয়, ফ্যামিলি পেনশনের আওতায় ঢুকবেন ওই শিক্ষক বা কর্মীর অবিবাহিত বা বিধবা বা ডিভোর্সি কন্যা সন্তানেরাও। তাঁরা ২৫ বছর বয়সের পরেও এই পেনশনের সুবিধা পাবেন। এ বার সেই ফ্যামিলি পেনশনের পরিধিতে নিয়ে আসা হলো সরকার পোষিত কলেজের শিক্ষক ও কর্মীদের বিশেষ ভাবে সক্ষম সন্তানদেরও। সেক্ষেত্রে ওই অবসরপ্রাপ্ত বা কর্মরত শিক্ষক কিংবা শিক্ষকর্মীর বিশেষ ভাবে সক্ষম কোনও সন্তানের পাশাপাশি আরও একজন অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা থেকে থাকেন তবে পেনশনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিশেষ ভাবে সক্ষম সন্তান।
কী বলছেন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা?
সরকারের এই সিদ্ধান্তকে ল্যান্ডমার্ক বলই উল্লেখ করছেন সরকার পোষিত কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তবে পেনশনের অঙ্কর নির্ভর করে বেতন এবং চাকরির মেয়াদের উপর। পেনশনের দাবিদার হতে গেলে সেই শিক্ষক বা শিক্ষাকর্মীকে ন্যূনতম ১০ বছর চাকরি করতে হবে।