Aniket Mahato RG Kar: রায়গঞ্জে নয়, আরজি করেই পোস্টিং দিতে হবে। বুধবার হাইকোর্টের রায়ে জয়ের হাসি ডাক্তার অনিকেত মাহাতোর মুখে। কাউন্সেলিং সত্ত্বেও রায়গঞ্জ মেডিক্যালে পোস্টিং কেন? স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার। বুধবার কলকাতা হাই কোর্টে সেই মামলার রায় ঘোষণা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রায়ে জানানো হয়েছে, অনিকেতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ নয়, বরং তাঁর পছন্দমাফিক আরজি করেই পোস্টিং দিতে হবে। আরজি করের চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেত। তাঁকে রায়গঞ্জে পোস্টিংয়ের সিদ্ধান্ত ঘিরেই উঠেছিল বিতর্ক। এর আগে চিকিৎস দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াও দূরবর্তী লোকেশনে পোস্টিংয়ের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন। কাউন্সেলিংয়ের পর দেবাশিসকে পাঠানো হয়েছিল মালদহের গাজোল, আর আসফাকুল্লাকে হুগলির আরামবাগে। এরপরেই চিকিৎসকদের সংগঠন আইনি পথে হাঁটার বার্তা দেয়। প্রথমে দেবাশিস ও আসফাকুল্লা মামলা করেন। পরে আদালতের দ্বারস্থ হন অনিকেতও।
জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, নিয়ম মেনে কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাঁরা। সেখানে তাঁদের পছন্দের লোকেশনের অপশনের মধ্যে আরজি করও ছিল। সেটাই সিলেক্ট করেছিলেন তাঁরা। তাঁদের দাবি, আরজি কর আন্দোলনের নেতৃত্ব দেওয়াতেই রোষের শিকার হয়েছেন তাঁরা। সেই কারণেই তাঁদের পছন্দের জায়গায় পোস্টিং হয়নি বলে অভিযোগ তুলেছেন। তাঁদের প্রশ্ন, যখন ইচ্ছেমতো পোস্টিং দেওয়া হচ্ছে না, তখন কাউন্সেলিংয়েরই বা মানে কী!
বুধবার বিচারপতি বসুর রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে। যদিও রাজ্য সরকারের আইনজীবীরা এই রায়ে সন্তুষ্ট নন। আদালতের কাছে ৭ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত রাখার আবেদন জানান তাঁরা। কিন্তু বিচারপতি সেই আবেদন খারিজ করেন।