ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে কী বলে ডাকেন তাঁর স্ত্রী ডোনা? এই নিয়ে কৌতুহলের শেষ নেই সাধারণ মানুষের। যদিও পাবলিক লাইফে সৌরভকে দাদা বলে ডাকেন ডোনা। আর স্ত্রীকে ম্যাডাম বলে সম্বোধন করেন মহারাজ। তবে সে তো মিডিয়া বা সাধারণ মানুষের সামনে। তবে বাড়িতে সৌরভকে ডোনা বাবা বলে ডাকেন। bangla.aajtak.in-এর 'ব্যক্তিগত' অনুষ্ঠানে একথা জানালেন ডোনা গঙ্গোপাধ্য়ায় স্বয়ং।
তিনি জানান, 'পাবলিক লাইফে আমি সৌরভকে দাদা বলি। কারণ ও তো গোটা পৃথিবীর মানুষের কাছেই দাদা নামে পরিচিত। ও আমাকে ম্যাডাম বলে ডাকে। একথা তো সবাই জানে। কিন্তু বাড়িতে ওকে আমি আদৌ দাদা বলি না। বলি বাবা। আসলে সানা হওয়ার পর থেকে আমিও সৌরভকে বাবা বলি। এতে মাঝে মাঝে আমার বাবা বিপদে পড়ে যান। আমি কাকে ডাকছি বুঝতে পারেন না। তবে সানার কোনও সমস্যা হয় না।'
ডোনা গঙ্গোপাধ্যায় এও জানান, বিয়ের পর তিনি ঠিক করেছিলেন অ্যাকাডেমিক লেখাপড়া আর করবেন না। ছেড়ে দেবেন। কিন্তু, তাঁর মায়ের তাড়নাতেই তিনি অ্যাকাডেমিক পড়াশোনা শেষ করেন। ডোনার কথায়, 'সেই সময় সৌরভকে বিয়ে করার জন্য মা একটু রেগেই গিয়েছিলেন। কারণ, আমার মা স্বপ্না রায় একজন ক্যারিয়ারিস্টিক। তিনি চেয়েছিলেন আমি স্বনির্ভর হই। লেখাপড়া করে, পেশার সঙ্গে যুক্ত হই। আমিও তা এখন বিশ্বাস করি। কিন্তু আমার যখন বিয়ে হয় তখন তো সবে ফাস্ট ইয়ার পাশ করেছি। তারপর বিয়ে। আমার তো সেকেন্ড ইয়ার দেওয়ার ইচ্ছে ছিল না। তবে মা আমাকে কঠোরভাবে বলেই দিয়েছিলেন, আমাকে পরীক্ষা দিতেই হবে। আমি সেই মতো পরীক্ষাতেও বসি। তারপর পাশ করি। এখন মনে হয় মা যা করেছিল তা একদম ঠিক করেছিল। প্রতিটি বাবা-মায়ের এই কাজ করা উচিত।'
'ব্যক্তিগত'-তে আরও অজানা কথা শেয়ার করেন ডোনা। তিনি বলেন, সৌরভকে তিনি ছোটো থেকেই চিনতেন। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে মাঝে মধ্যেই দেখা হতো। ডোনা যে নাচ করতেন সেই কথা সৌরভের পরিবারের লোকজনও জানতেন। সেই কারণে, বিয়ের পরও তাঁর নাচের কোনও অসুবিধে হয়নি। তার আর একটি কারণ ছিল, সৌরভের বাড়ির কেউ কেউ নাচের সঙ্গে যুক্ত ছিলেন। তাই শ্বশুরবাড়ি এসে নাচ নিয়ে কোনও সমস্যা আসেনি। বরং উৎসাহ পেয়েছি।
ডোনা গঙ্গোপাধ্যায়ের জীবনের ফ্রেন্ড ফিলোজফার গাইড কে ? উত্তরে সৌরভ ঘরণী জানান, তাঁর মা স্বপ্না রায়ের প্রভাব তাঁর জীবনে সবথেকে বেশি। ছোটো থেকেই তাঁকে নাচ, সাঁতার শেখানোর পাশাপাশি পড়াশোনা করিয়েছেন স্বপ্নাদেবী। মা হিসেবে যতটাই আদুরে ছিলেন, ততটাই কঠিনও ছিলেন। ডোনার কথায়, 'মা সেই ছোটো থেকে আমাকে নাচের জন্য তৈরি করেছেন। দেশে হোক বিদেশে হোক তিনি সব সময় আমার সঙ্গে থাকেন। মা আমাকে মেকআপ করে দেন আজও। প্যাকিং করা থেকে শুরু করে ছোটোখাট বিষয়ের নজরও তিনিই রাখেন।'
ছোটবেলায় তাঁর মা তাঁকে মারধর না করলেও বকাঝকা খুবই করতেন। এমনকী এখনও বকাঝকা করেন বলেও দাবি করেন ডোনা। আর বাবা ? ডোনার কথায়, 'বাবা তো আদরের আবদারের লোক। যখন কোনওদিন টিউশন যেতে বা স্কুল যেতে ইচ্ছে করত না তখন বাবাকে বলতাম। বাবা ঠিক ম্যানেজ করে নিত। এখনও বাবার সঙ্গে আমার ওরকমই সম্পর্ক।'