Suvendu Adhikari on Durga Puja 2021: কলকাতার এক পুজোমণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে জুতো। শনিবার এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনার নিন্দা করেছেন।
সেটি দমদম পার্ক এলাকার একটি পুজো বলে দাবি করেছেন তিনি। এদিন এ ব্য়াপারে টুইট করেছেন শুভেন্দু। সেখানে তিনি লিখেছেন, শিল্পের স্বাধীনতা নামে মা দুর্গাকে অপমান করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।
A Durga Puja pandal in Dumdum Park has been decorated with shoes.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 9, 2021
This heinous act of insulting Maa Durga in the name of "Artistic liberty" won't be tolerated.
I urge the Chief & Home Secretary @egiye_bangla to intervene & compel the organizers to remove the shoes before Shashti. pic.twitter.com/h3uQPbNIpS
তা সরিয়ে নেওয়ার জন্য তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরষ্ট্রসচিব বি পি গোপালিকার কাছে আবেদন করেছেন, যাতে তাঁরা ওই বিষয়ে হস্তক্ষেপ করেন। এবং আয়োজকদের বলেছেন, ওই জুতো সরিয়ে নেওয়ার জন্য।
কলকাতার পুজোয় থিম
কলকাতার দুর্গাপুজো মানে থিমের বাহার। শহরের বিভিন্ন পুজো কমিটি থিমের ওপর ভর করে সাজিয়ে তোলেন তাদের পুজো। সেগুলি দেখার মতো হয়। দেখলে তাক লেগে যেতে হয়। অনেকে আবার ভরসা করেন সাবেকিয়ানার ওপর।
গত কয়েক বছরে বেড়েছে থিম পুজোর চাহিদা। সেইসঙ্গে যুক্ত হয়েছে আলো, থিম সং। এগুলো কলকাতার দুর্গাপুজোর নতুন সংযোজন বলা যেতে পারে। সেই থিম থেকে বিতর্ক তৈরি হতে পারে, কেউ ভাবেননি।