
শুরু হয়ে গিয়েছে শারদীয়া নবরাত্রি। আজ তৃতীয়া। পুজোর আমেজ শহর কলকাতার চারদিকে। ইতিমধ্যে একাধিক বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। মানুষও বেরিয়ে পড়েছেন পুজো দেখতে। ফলে শহর কলকাতার পথে ঘাটে এখন থেকেই উপচে পড়ছে ভিড়। তিলোত্তমা জুড়ে যানজট। গত দুবছর করোনার কারণে মানুষ তেমন ভাবে পুজো দেখতে পারেননি। তাই এবছর সকলের মধ্যেই উৎসাহ-উদ্দীপনা খুব বেশি। মহালয়ার পরের দিন দিন থেকেই অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। এক কথায় বলা যেতে পারে দেবীপক্ষের সূচনা হতে না হতেই উৎসবের আবহে গা ভাসিয়েছে শহরবাসী। তবে পুজো দেখতে বেরিয়ে রাস্তায় রাস্তায় জ্যামে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। এই ভিড় এড়ানোর অন্যতম উপায় হল মেট্রোর মাধ্যমে ভ্রমণ। শহরের যানজট ছাড়াই খুব সহজে অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে মেট্রোর জুড়ি নেই। তাই এবছর ভিড় এড়িয়ে পুজো দেখতে আপনার সেরা অস্ত্র হতে পারে মেট্রো। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন মেট্রো স্টেশনে নামলে আপনারা শহরের বিখ্যাত পুজো মন্ডপগুলি দর্শন করতে পারবেন।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে রয়েছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাধিক বিখ্যাত জনপ্রিয় পজো। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন প্যান্ডেল দেখার জন্য কোন স্টেশনে নামতে হবে।
Durga Puja Guide Map 2022.
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) September 24, 2022
Download here: https://t.co/TLctYGG6RA pic.twitter.com/v2QXzrHCND
উত্তর কলকাতার বিখ্যাত পুজো দেখতে হলে
দমদম - এই মেট্রো স্টেশনে নামলে দেখে নেওয়া যাবে সিঁথি সর্বজনীনের পুজো মণ্ডপ।
বেলগাছিয়া - বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামলে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে টালা পার্ক, নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব , প্রদীপ সংঘ নতুন পল্লী।
শ্যামবাজার- এই মেট্রো স্টেশনে নামলে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন বাগবাজার সার্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত মুখার্জি পার্ক এবং আরো ছোটখাটো বেশ কয়েকটি পুজো।
শোভাবাজার- শ্যামবাজারের পরের স্টেশন হল শোভাবাজার। এই মেট্রো স্টেশনে নামলে আপনি অল্প হেঁটেই দেখে নিতে পারবেন আহেরিটোলা সার্বজনীন, বেনিয়াতলা, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সার্বজনীন, কুমোরটুলি পার্ক, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সার্বজনীন, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, চালতা বাগান, তেলেঙ্গাবাগান, নলিন সরকার স্ট্রিট।
গিরিশ পার্ক - গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামলে দেখতে পারবেন সিমলা ব্যায়াম সমিতি, রবীন্দ্র কানন, ৩৭ পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং ইত্যাদি।
এম জি রোড মেট্রো স্টেশন- এই স্টেশনে নামলে আপনি মহম্মদ আলী পার্ক, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটি ক্লাব, কলেজ স্কোয়ারের মত পুজোগুলি সহজেই দেখে নিতে পারবেন।
সেন্ট্রাল- এই মেট্রো স্টেশন থেকে কাছে পড়বে সন্তোষ মিত্র স্কোয়্যার, সুবোধ মল্লিক স্কোয়্যার।
চাঁদনি চক- চাঁদনি মেট্রো স্টেশনে নামলে জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীনের মণ্ডপ সহজেই দেখে নেওয়া যাবে।
দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো দেখতে
রবীন্দ্র সদন- এই স্টেশন থেকে কাছে পড়বে চক্রবেরিয়া সর্বজনীনে।
নেতাজি ভবন- নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামলে আপনি সহজেই যে পুজোগুলি দেখতে পাবেন তারমধ্যে রয়েছে হরিশ পার্ক, ২২ পল্লী, ৭৬ পল্লী, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর স্বাধীন সংঘ, ৭৫ পল্লী, ম্যাডক্স স্কয়ার ইত্যাদি।
যতীন দাস - যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে পড়বে ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মৈত্রী মন্দির, বকুল বাগান সর্বজনীন দুর্গোৎসব।
কালীঘাট - কালীঘাট মেট্রো স্টেশনে নামলে আপনি একসঙ্গে বেশ কয়েকটি বড় পুজো দেখে নিতে পারবেন। এই তালিকায় রয়েছে দেশপ্রিয় পার্ক, সিংহি পার্ক, বাদামতলা আসার সংঘ, আদি লেক পল্লী, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, একডালিয়া এভারগ্রীন।
রবীন্দ্র সরোবর- এই মেট্রো স্টেশনে নামলে পৌঁছানো যাবে নবপল্লী সংঘ, সুরুচি সংঘ, মুদিয়ালি, শিব মন্দির ও তরুণ সংঘের পুজো মন্ডপে।
মহানায়ক উত্তম কুমার স্টেশন - এখান থেকে পৌঁছনো যাবে অশোকনগর, অজেয় সংহতি, বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, গ্রাহামস ল্যান্ড সর্বজনীন দুর্গোৎসব, পুটিয়ারি ক্লাব, ৪১ পল্লির মতো পুজো মণ্ডপগুলিতে।
নেতাজি মেট্রো স্টেশন- এখানে নামলে পৌঁছে যাওয়া যাবে পল্লি উন্নয়ন সমিতি, নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে।
মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন- এই মেট্রো স্টেশন থেকে কাছে পড়বে মৈত্রী পার্ক সর্বজনীন, রয়নগর উন্নয়ন সমিতিতে।
গীতাঞ্জলী - এই মেট্রো স্টেশন থেকে যাওয়া যায় নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপে।
কবি নজরুল - এই মেট্রো স্টেশন থেকে যাওয়া যাবেনব দুর্গা, বড়াল সর্বজনীন, তরুণ সাথী, কামদাহারি নারকেল বাগান এবং নব দুর্গার মণ্ডপে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো
শহরে শুর হয়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর চলাচলও। আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে এই মেট্রো। এর যাত্রাপথেও রয়েছে একাধিক বড় পুজো। দেখে নেওয়া যাক সেই তালিকা।
করুণাময়ী- এই স্টেশনে নামলে আপমি একে ব্লক, জিডি, এইচএ-সহ একাধিক ব্লকের পুজো সহজেই দেখে নিতে পারবেন।
সিটি সেন্টার- এফডি ব্লক, লাবনি হাইজিং, বিডি ব্লক-সহ সল্টলেকের একাধিক বড় পুজো দেখা যাবে এই স্টেশনে নামলে।
ফুলাবাগান - ফুলবাগান ৯৮ পল্লী, উল্টোডাঙা সংগ্রামী সহ একাধিক পুজো দেখা যাবে এই স্টেশনে নামলে।
শিয়ালদা- এই স্টেশনে নামলে আপনি শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটি ক্লাব, সন্তোষ মিত্র স্কোয়ারের মত পুজোগুলি আপনি সহজেই দেখে নিতে পারবেন।
পুজোর দিনগুলোতে রাতভর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন মানুষ। আর তাই দর্শনার্থীদের কথা ভেবে পুজোর ৩টি দিন সারা রাত চলবে মেট্রো রেল। তবে এই সুবিধা পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রোর লাইনে। পুজোর অন্যদিনগুলিতেও পরিষেবার সময় বাড়ানো হয়েছে। পুজোর কথা মাথায় রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়-সূচিতেও বদল আনা হয়েছে।