Durga Puja Metro Service: পুজোয় রাতভর মেট্রো, রইল টাইম টেবিল, হাওড়ায় ব্যাপক ব্যবস্থা

পুজোর আমেজ চারদিকে ছড়িয়ে পড়েছে। হাতে মাত্র কয়েকদিন, আর তারই মধ্যে মেট্রোতে যাত্রীদের ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবার চতুর্থী থেকে একাদশী পর্যন্ত মেট্রো রেলের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মেট্রোতে যাত্রীদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে এবং অতিরিক্ত ট্রেন চালানো হবে।

Advertisement
পুজোয় রাতভর মেট্রো, রইল টাইম টেবিল, হাওড়ায় ব্যাপক ব্যবস্থাকলকাতা মেট্রো-ফাইল ছবি
হাইলাইটস
  • পুজোর আমেজ চারদিকে ছড়িয়ে পড়েছে।
  • হাতে মাত্র কয়েকদিন, আর তারই মধ্যে মেট্রোতে যাত্রীদের ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

পুজোর আমেজ চারদিকে ছড়িয়ে পড়েছে। হাতে মাত্র কয়েকদিন, আর তারই মধ্যে মেট্রোতে যাত্রীদের ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবার চতুর্থী থেকে একাদশী পর্যন্ত মেট্রো রেলের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মেট্রোতে যাত্রীদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে এবং অতিরিক্ত ট্রেন চালানো হবে।

ব্লু লাইন: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। প্রথম মেট্রো সকাল ৬:৫০ মিনিটে ছাড়বে এবং শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১২:৫৫ মিনিট থেকে শুরু করে শেষ মেট্রো চলবে ভোর ৪টা পর্যন্ত। ষষ্ঠীর দিন শেষ মেট্রো চলবে রাত ১২টায়। দশমীর দিন মেট্রো পরিষেবা থাকবে ১৭৪টি রেক, প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১২:৫৫ মিনিটে এবং শেষ মেট্রো ভোর ৪টায়।

শিয়ালদা থেকে সেক্টর ফাইভ
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মেট্রো রুটে চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীর দিন চলবে মোট ১০৬টি রেক। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে ৬৪টি রেক, শেষ মেট্রো হবে রাত ১১:৩০ মিনিটে। দশমীর দিন মেট্রো চলবে ৪৮টি রেক এবং একাদশীর দিন কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড
পুজোর সময় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা থাকছে। চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন এই রুটে চলবে ১১৮টি রেক। সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১:৩০ মিনিটে এবং শেষ মেট্রো হবে রাত ১১:৪৫ মিনিটে। দশমীর দিন প্রথম মেট্রো চলবে দুপুর ২টায় এবং একাদশীর দিন থাকবে ৪৬টি ট্রেন, শেষ মেট্রো রাত ৯:৫০ মিনিটে।

QR কোড টিকিটিং
পুজোর সময় যাত্রীদের জন্য আরও সহজ এবং দ্রুত টিকিটিং পরিষেবা রাখতে কিউআর কোড টিকিটিং ব্যবস্থা চালু করা হচ্ছে। যাত্রীরা মেট্রো রাইড অ্যাপ থেকে আগাম ১২ ঘণ্টা আগে টিকিট কাটতে পারবেন।

Advertisement

মেট্রোর ৪০ বছর উদযাপন
এবছর কলকাতা মেট্রো তার ৪০ বছরের পরিষেবা পূর্ণ করবে। ২৪ অক্টোবর এই উপলক্ষে বিশেষ ব্যবস্থা থাকছে মেট্রো রেলের। এছাড়া হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের নতুন রুটে গঙ্গার নীচে মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। এই বিশেষ সময়সূচির মাধ্যমে যাত্রীরা পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন এবং মেট্রো যাত্রাও হবে আরও সুষ্ঠু ও সাবলীল।


 

POST A COMMENT
Advertisement