পুজোর সময় শিয়ালদা স্টেশনে ঢুকবেন-বেরোবেন কোন গেট দিয়ে? নির্দিষ্ট করে দিল রেল

পুজোর জন্য শিয়ালদায় স্পেশাল লোকাল ট্রেন চালানোর কথা জানাল পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমীর রাত (২৭-২৮ সেপ্টেম্বর) থেকে নবমীর রাত (১-২ অক্টোবর) পর্যন্ত ৩১টি স্পেশাল ট্রেন চলবে।

Advertisement
পুজোর সময় শিয়ালদা স্টেশনে ঢুকবেন-বেরোবেন কোন গেট দিয়ে? নির্দিষ্ট করে দিল রেলপুজোর সময় শিয়ালদা স্টেশনে ঢুকবেন-বেরোবেন কোন গেট দিয়ে? নির্দিষ্ট করে দিল রেল
হাইলাইটস
  • ৩১টি স্পেশাল ট্রেন চলবে
  • ১৯টি স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা মেন লাইন এবং উত্তর শাখায়

পুজোর জন্য শিয়ালদায় স্পেশাল লোকাল ট্রেন চালানোর কথা জানাল পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমীর রাত (২৭-২৮ সেপ্টেম্বর) থেকে নবমীর রাত (১-২ অক্টোবর) পর্যন্ত ৩১টি স্পেশাল ট্রেন চলবে। ১৯টি স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা মেন লাইন এবং উত্তর শাখায়। আর শিয়ালদা দক্ষিণ শাখায় ১২টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে।  এছাড়াও, স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে, স্টেশনে ঢোকা ও বেরোনো যাতে সুন্দরভাবে করা যায় তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা যে কোনও গেট দিয়ে স্টেশনে ঢুকতে বা বেরোতে পারবেন না। ঢোকা ও বেরোনোর জন্য নির্দিষ্ট গেট ঠিক করে দেওয়া হয়েছে।

শিয়ালদা স্টেশনে ২৭ ও ২৮ সেপ্টেম্বর থেকে ১ ও ২ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ঢোকা এবং বেরোনোর গেট নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত বেরোনার পথ

  • প্রফুল্ল গেট: লোকাল ট্রেন/মেমু- ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে আগত যাত্রীদের জন্য।
  • নর্থ গেট: ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মে আগত যাত্রীদের জন্য।
  • মেন গেটের কাছে মেট্রো গেট: মেট্রো ধরার জন্য।
  • সাউথ মেট্রো গেট এবং সাউথ গেট: সাধারণ যাত্রীদের জন্য অতিরিক্ত বেরোনার পথ।
  • পার্সেল গেট এবং জিআরপি অফিস গেট: স্টেশন কনকোর্স এলাকা (দক্ষিণ দিক) দিয়ে, যা শিয়ালদহ স্টেশনের দ্বিতীয় গেট হিসেবে কাজ করে।
  • ১ নম্বর প্ল্যাটফর্ম / ডিআরএম অফিস-এসডিএএইচ পাস: দর্শনার্থীদের জন্য।

নির্ধারিত বেরোনার পথ

  • মেন গেট (ডেয়ারি শপ): যাত্রীদের জন্য একটি প্রাথমিক প্রবেশ পথ।
  • মেন গেট: মূল প্রবেশ পথ।
  • ট্যাক্সি স্ট্যান্ড গেট সাবওয়ে দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ: শিয়ারদা দক্ষিণ শাখার প্ল্যাটফর্ম এবং মেট্রোর যাত্রীদের জন্য।
  • শিয়ালদা সাউথ স্টেশন গেট: সাউথ সেকশনের জন্য একটি অতিরিক্ত প্রবেশ পথ।
  • মেল ও এক্সপ্রেস যাত্রীদের জন্য প্রবেশ ও প্রস্থান:
  • মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা প্রবেশ এবং প্রস্থান উভয়ের জন্য ট্রাফিক পুলিশ পোস্টের পিছনে অবস্থিত সেন্ট অ্যাম্বুলেন্স গেট ব্যবহার করবেন।
  • যাত্রীদের জন্য হোল্ডিং এরিয়া
  • পেইড পার্কিং এরিয়া: প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় এড়াতে যাত্রীরা দাঁড়াতে পারবেন।
  • অ্যাম্বুলেন্স গেট থেকে সাউথ গেটের মধ্যে এলাকা: অপেক্ষারত যাত্রীদের জন্য হোল্ডিং এরিয়া।

POST A COMMENT
Advertisement