পুজো (Durga Puja 2025) শেষ হলেও, আনন্দের রেশ এখনও চলে যায়নি। রবিবার দুর্গাপুজোর কার্নিভাল। রেড রোডে অনুষ্ঠিত হতে চলা এই কার্নিভালের জন্য বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই কার্নিভাল দেখতে ছুটে আসেন। পুজোর পর এই উৎসবেও সামিল হন প্রচুর মানুষ। তাদের কথা চিন্তা করেই বিশেষ ব্যবস্থা রেলের।
কোন কোন বিশেষ ট্রেন চলবে?
সাধারণ ভাবে রবিবার ট্রেনের সংখ্যা কিছুটা কম থাকে। তবে ৫ অক্টোবর কার্নিভালের দিন সেই সমস্ত ট্রেন চলবে। তবে তা সকাল থেকে নয়, দুপুর দু'টো থেকে শুরু হবে এই পরিষেবা পাওয়া যাবে রাত ১২টা অবধি। শুক্রবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়ে দেওয়া হল পূর্ব রেলের পক্ষ থেকে।
পাঁচ দিনের পুজোতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন কলকাতায় ঠাকুর দেখতে। কার্নিভালে এই সমস্ত ঠাকুর ফের দেখার সুযোগ পাবেন দর্শকরা। পুজোর মধ্যে প্রচুর ভিড়ে অনেকেই সব ঠাকুর দেখার সুযোগ পাননি। ফলে এই কার্নিভালেই তাদের সামনে শেষ সুযোগ। আর সে কারণেই পুজো শেষ হতেই কার্নিভাল কবে তা নিয়ে প্রশ্ন জাগে মানুষের মনে। এই কার্নিভালের পাস জোগাড় করতেও রীতিমত চাপে পড়তে হয়।
বছর কয়েক আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর তারপর থেকে বাংলায় দুর্গাপুজোর আনন্দ আরও কয়েকগুণ বেড়েছে। আয়োজনও খানিক ক্রমবর্ধমান। প্রতি বছর রেড রোডে বড় করে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী নিজে। থাকেন বিদেশি অতিথিরাও। এবারও তাঁদের সকলকে নিয়ে কার্নিভাল করতে চান মুখ্যমন্ত্রী।
৩১ জুলাইয়ের সভায় স্বীকৃত পুজোগুলোর অনুদানও বাড়িয়ে দিয়েছেন মমতা। ১ লক্ষ ১০ হাজার টাকা করে পাচ্ছে গোটা রাজ্যের পুজো কমিটিগুলো। এছাড়াও ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি পরিষেবা বিনামূল্যে পাওয়া গিয়েছে। ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য ফি মকুব করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতায় সিইএসসি পুজো কমিটিগুলিকে বিদ্যুতে ৮০ শতাংশ ছাড় দিচ্ছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাও একই ছাড় দেবে।
পশ্চিমবঙ্গে ৪৫ হাজারেরও বেশি দুর্গা পুজা হয়। তার মধ্যে জেলায় জেলায় হয় ৪৩ হাজার পুজো। ৩ হাজার পুজো হয় কলকাতা পুলিশ এলাকায়। তাই পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিতে রাজ্যের কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে।