Durga Puja pandal electricity: সাড়ে ৫০ হাজার পুজো, ৫৪২% বেড়েছে বিদ্যুতের চাহিদা, চ্যালেঞ্জ কীভাবে সামলাবে রাজ্য?

দুর্গাপুজো মানেই আলোয় ভরা শহর, ঝলমলে প্যান্ডেল আর বিদ্যুতের ব্যাপক ব্যবহার। গত ১৪ বছরে সেই চাহিদা কতটা বেড়েছে তার স্পষ্ট প্রমাণ দিল রাজ্য বিদ্যুৎ দফতর। তাদের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের তুলনায় দুর্গাপুজো প্যান্ডেলে বিদ্যুৎ ব্যবহার বেড়েছে প্রায় ৫৪২%।

Advertisement
সাড়ে ৫০ হাজার পুজো, ৫৪২% বেড়েছে বিদ্যুতের চাহিদা, চ্যালেঞ্জ কীভাবে সামলাবে রাজ্য?পুজোয় বাড়ল বিদ্যুতের চাহিদা।-কোলাজ
হাইলাইটস
  • ২০১১ সালে যেখানে মাত্র ২০,৯৭০টি পুজো মণ্ডপ বিদ্যুৎ বোর্ডের কাছ থেকে অস্থায়ী সংযোগ নিয়েছিল, লোড ছিল মোট ২১০ মেগাওয়াট, সেখানে ২০২৪ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৫৫০ মণ্ডপে।
  • এবং প্রয়োজনীয় বিদ্যুৎ লোড বেড়ে হয়েছে ১,৩৪৮ মেগাওয়াট।

২০১১ সালে যেখানে মাত্র ২০,৯৭০টি পুজো মণ্ডপ বিদ্যুৎ বোর্ডের কাছ থেকে অস্থায়ী সংযোগ নিয়েছিল, লোড ছিল মোট ২১০ মেগাওয়াট, সেখানে ২০২৪ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৫৫০ মণ্ডপে। এবং প্রয়োজনীয় বিদ্যুৎ লোড বেড়ে হয়েছে ১,৩৪৮ মেগাওয়াট। বিদ্যুৎ দফতরের অনুমান, এ বছর সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। উল্লেখযোগ্যভাবে, এই পরিসংখ্যানে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী CESC–এর তথ্য ধরা হয়নি।

প্রস্তুতি তুঙ্গেদুর্গাপুজো মানেই আলোয় ভরা শহর, ঝলমলে প্যান্ডেল আর বিদ্যুতের ব্যাপক ব্যবহার। গত ১৪ বছরে সেই চাহিদা কতটা বেড়েছে তার স্পষ্ট প্রমাণ দিল রাজ্য বিদ্যুৎ দফতর। তাদের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের তুলনায় দুর্গাপুজো প্যান্ডেলে বিদ্যুৎ ব্যবহার বেড়েছে প্রায় ৫৪২%।

বুধবার বিদ্যুৎ ভবনে বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, উৎসবের মরশুমে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৭৩,৪১৪ জন রাজ্য বিদ্যুৎ বোর্ড কর্মী এবং ৬,০০০ জন সিইএসসি আধিকারিক সবসময় কন্ট্রোল রুমে সক্রিয় থাকবেন। এছাড়া দ্রুত সমস্যা সমাধানে ময়দানে থাকবে ৩,৭০০টি মোবাইল ভ্যান।

ছাড়ে উৎসাহ পুজো কমিটিগুলির
বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানান, প্যান্ডেলে বিদ্যুৎ ব্যবহারের এই নজিরবিহীন বৃদ্ধির অন্যতম কারণ রাজ্য সরকারের দেওয়া বিশেষ ছাড়। এ বছর প্রতিটি পুজো মণ্ডপকে মোট লোডের উপর ৮০% ছাড় দেওয়া হচ্ছে। ফলে একাধিক প্যান্ডেল এবার বাড়তি লোডের জন্য আবেদন করেছে।

জরুরি যোগাযোগ
WBSEDCL টোল-ফ্রি: ১৯১২১
হেল্পলাইন: ৮৯০০৭৯৩৫০৩ / ৮৯০০৭৯৩৫০৪

CESC টোল-ফ্রি: ১৯১২
গ্রাহক হেল্পলাইন: ৯৮৩১০৭৯৬৬৬ / ৯৮৩১০৮৩৭০০

 

POST A COMMENT
Advertisement