‘ভূমিকম্পও কি SIR-এর জন্য?’ মমতাকে কটাক্ষ বিজেপির

শুক্রবার সকালে আচমকা কেঁপে ওঠে কলকাতা ও সংলগ্ন এলাকা। ভূমিকম্পের এই স্বল্পমাত্রার কম্পন নিয়ে চর্চা শুরু হয়। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ। কিন্তু প্রাকৃতিক এই ঘটনাও যে রাজনৈতিক উপাদান হয়ে উঠবে, তা হয়তো কেউ ভাবেনি। ভূমিকম্প থামার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিজেপির ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট। ‘ভূমিকম্পও কি SIR-এর কারণে?।’

Advertisement
‘ভূমিকম্পও কি SIR-এর জন্য?’ মমতাকে কটাক্ষ বিজেপিরমমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
হাইলাইটস
  • শুক্রবার সকালে আচমকা কেঁপে ওঠে কলকাতা ও সংলগ্ন এলাকা।
  • ভূমিকম্পের এই স্বল্পমাত্রার কম্পন নিয়ে চর্চা শুরু হয়।

শুক্রবার সকালে আচমকা কেঁপে ওঠে কলকাতা ও সংলগ্ন এলাকা। ভূমিকম্পের এই স্বল্পমাত্রার কম্পন নিয়ে চর্চা শুরু হয়। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ। কিন্তু প্রাকৃতিক এই ঘটনাও যে রাজনৈতিক উপাদান হয়ে উঠবে, তা হয়তো কেউ ভাবেনি। ভূমিকম্প থামার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিজেপির ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট। ‘ভূমিকম্পও কি SIR-এর কারণে?।’

রাজ্য বিজেপির দাবি, কলকাতায় অনুভূত কম্পন কেবল ভূ-বৈজ্ঞানিক কারণেই হয়নি; তারা ব্যঙ্গ করে জানতে চেয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাবি করছেন যে রাজ্যে আত্মহত্যা ও মৃত্যু বেড়ে যাওয়ার কারণ SIR, তবে কি এই ভূমিকম্পও সেই প্রক্রিয়ার ফল? একটি পোস্টে বিজেপি সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছে, 'এই কম্পনও কি SIR-এর কারণে হয়েছে।'

গত কয়েক দিন ধরে বিভিন্ন সভা ও বক্তব্যে মুখ্যমন্ত্রী অভিযোগ করে আসছেন যে, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া অর্থাৎ SIR মানুষের মধ্যে চরম বিভ্রান্তি, আতঙ্ক এবং বিশৃঙ্খলা তৈরি করছে। বৃহস্পতিবার তিনি চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অনুরোধ করেন রাজ্যে SIR অবিলম্বে বন্ধ করতে।

তাঁর অভিযোগ, প্রক্রিয়াটি অগোছালো। জোর করে চাপানো হচ্ছে। BLO-দের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। কর্মজীবী মানুষের সুবিধার কথা বিবেচনা করা হয়নি। মাঠপর্যায়ের কর্মীদের ওপর অমানবিক চাপ সৃষ্টি হয়েছে।  মুখ্যমন্ত্রীর দাবি, অনেকে রাতদিন কাজ করে ভোটারদের খুঁজে বের করার চাপে জর্জরিত। এমনকি দু’জন BLO-র মৃত্যু নিয়েও তৃণমূল সরব হয়েছে।

বিজেপির দাবি সম্পূর্ণ বিপরীত। তাদের মতে, SIR থামানোর আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল, কারণ তারা ‘অবৈধ ভোটারদের তালিকা’ বজায় রাখতে চায়। বিজেপির দাবি, 'আইনসম্মত SIR প্রক্রিয়া ঠেকাতে নাটক করছে শাসক দল।' তারা আরও বলেছে, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে প্রশাসনের অদক্ষতা ও বিভ্রান্তির কথা বলছেন, যাতে বৈধ সার্ভে বন্ধ হয়ে যায়।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যে SIR-জনিত আতঙ্কে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাধারণ মানুষ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন দু’জন BLO, যাঁরা ‘অসহনীয় কাজের চাপ’ সহ্য করতে না পেরে প্রাণ হারিয়েছেন বলে দাবি শাসক দলের।

Advertisement

 

POST A COMMENT
Advertisement