scorecardresearch
 

Train Cancelled: অনেক বাতিল-কিছু সময় বদল, শীতকালে বহু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ পূর্ব রেলের, রইল তালিকা

উত্তর ভারতে জাঁকিয়ে বসেছে শীত। সঙ্গে শুরু হয়েছে কুয়াশা দাপট। সেই কারণে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মার্চ পর্যন্ত মেল/এক্সপ্রেস/বিশেষ ট্রেনগুলির সময় সূচিতে পরিবর্তন করা হয়েছে।

Advertisement
Train Cancelled Train Cancelled
হাইলাইটস
  • কুয়াশার কারণে কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বা যাত্রা পথ কমিয়ে দেওয়া হয়েছে
  • উত্তর ভারতে জাঁকিয়ে বসেছে শীত
  • সঙ্গে শুরু হয়েছে কুয়াশা দাপট

শীতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে রেলের খবর চোখ বোলাতে হবে আপনাকে। কারণ রেল বেশ কিছু ট্রেন বাতিল করেছে। কিছু ট্রেনের দিন কমিয়ে আনা হয়েছে। আবার কিছু ট্রেনকে আংশিক বাতিল করা হয়েছে। তাই আগে পূর্ব রেলের তরফ থেকে জারি বিজ্ঞপ্তি অনুসারে ট্রেন পরিষেবা দেখে নিন তারপরে টিকিট কেটে যাত্রা করুন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বা যাত্রা পথ কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সেইভাবে শীত না পড়লেও উত্তর ভারতে জাঁকিয়ে বসেছে শীত। সঙ্গে শুরু হয়েছে কুয়াশা দাপট। সেই কারণে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মার্চ পর্যন্ত মেল/এক্সপ্রেস/বিশেষ ট্রেনগুলির সময় সূচিতে পরিবর্তন করা হয়েছে।

সম্পূর্ণ বাতিল

  • 22198 বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস প্রতি শুক্রবার পয়লা ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত  বাতিল থাকবে।
  • 22197 কলকাতা - বীরাঙ্গ লক্ষ্মীবাই ঝাঁসি এসএফ এক্সপ্রেস প্রতি রবিবার ৩ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
  • 14004 নতুন দিল্লি - মালদা টাউন এক্সপ্রেস প্রতি রবিবার এবং বৃহস্পতিবার ৩ ডিসেম্বর থেকে আগামী ২৯ ফেব্রুয়ারি  বাতিল থাকবে।
  • 14003 মালদা টাউন - নিউ দিল্লি এক্সপ্রেস প্রতি মঙ্গল ও শনিবার ৫ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।

যাত্রার দিন কমল

  • 12988 আজমির - শিয়ালদহ এসএফ এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বাতিল থাকবে।
  • 12987 শিয়ালদহ - আজমির এসএফ এক্সপ্রেস প্রতি বুধ, শুক্র এবং রবিবার ৩ ডিসেম্বর থেকে পয়লা মার্চ পর্যন্ত বাতিল থাকবে।
  • 22406 আনন্দ বিহার - ভাগলপুর ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বুধবার বাতিল থাকবে।
  • 22405 ভাগলপুর - আনন্দ বিহার ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস ৭ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে।

আংশিক বাতিল

Advertisement
  • 12177 হাওড়া-মথুরা সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ১ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রা ও মথুরার মধ্যে বাতিল থাকবে
  • 12178 মথুরা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মথুরা এবং আগ্রার মধ্যে বাতিল থাকবে।

Advertisement