Local Train Special: শিয়ালদায় একাধিক রুটে স্পেশাল লোকাল, কিছু ট্রেনের সময়ও বদল, রইল পুরো টাইম টেবিল

রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর। অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ৫টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হচ্ছে। বালিগঞ্জ-সোনারপুর-ডায়মন্ড হারবার ও বারাসত-বসিরহাট শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। কিছু ট্রেনের সময়ও বদল করা হয়েছে।

Advertisement
শিয়ালদায় একাধিক রুটে স্পেশাল লোকাল, কিছু ট্রেনের সময়ও বদল, রইল পুরো টাইম টেবিলস্পেশাল লোকাল ট্রেন চলবে। (ফাইল চিত্র)।
হাইলাইটস
  • রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর।
  • অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
  • কিছু ট্রেনের সময়ও বদল করা হয়েছে।

রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর। অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ৫টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হচ্ছে। বালিগঞ্জ-সোনারপুর-ডায়মন্ড হারবার ও বারাসত-বসিরহাট শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। কিছু ট্রেনের সময়ও বদল করা হয়েছে। ২১ জুলাই থেকে কার্যকর করা হবে বলে রেল সূত্রে খবর। 

সোনারপুর-বালিগঞ্জ-ডায়মন্ড হারবার শাখায় স্পেশাল লোকাল ট্রেনের টাইম টেবিল

* সোনারপুর-ডায়মন্ড হারবার ইএমইউ স্পেশাল সোনারপুর থেকে ভোর ৫টায় ছাড়বে। ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৬টা ৫ মিনিটে। 

* ডায়মন্ড হারবার-বালিগঞ্জ স্পেশাল লোকাল ডায়মন্ড হারবার ছাড়বে সকাল সাড়ে ৬টায়। বালিগঞ্জ পৌঁছোবে সকাল ৭টা ৫৬ মিনিটে। 

* বালিগঞ্জ-সোনারপুর ইএমইউ স্পেশাল বালিগঞ্জে ছাড়বে সকাল ৮টা ১৪ মিনিটে। সোনারপুর পৌঁছোবে সকাল ৮টা ৩৩ মিনিটে। 

বারাসত-বসিরহাট শাখায় বাড়তি লোকাল ট্রেনের টাইমটেবিল
    
* বারাসত-বসিরহাট লোকাল বারাসত থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছাড়বে। বসিরহাটে পৌঁছোবে সকাল ৭টা ২৫ মিনিটে। 

* বসিরহাট-বারাসত স্পেশাল লোকাল বাসিরহাট থেকে ছাড়বে সকাল ৭টা ৩৫ মিনিটে। বারাসতে পৌঁছোবে সকাল ৮টা ৩৭ মিনিটে। 

কিছু ট্রেনের সময় বদল

* 34882 সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর থেকে ভোর ৪টে ৫০ মিনিটের বদলে ভোর ৪টে ৪০ মিনিটে ছাড়বে। 

* 33852  বনগাঁ-শিয়ালদা লোকাল বনগাঁ থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের বদলে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছাড়বে। সেই মতো বাকি স্টেশনগুলিতে ওই ট্রেনের সময় বদল হবে। 

* নামখানা-শিয়ালদা লোকাল ভোর ৪টে ১২ মিনিটের বদলে নামখানা থেকে ভোর ৪টে ৭ মিনিটে ছাড়বে। 

অন্য দিকে,  33368 বনগাঁ-বারাসত লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। 


POST A COMMENT
Advertisement