scorecardresearch
 

INDIA জোটের মিটিংয়ের দিনই অভিষেককে তলব ED-র, 'প্রতিহিংসা,' বলছেন মমতা

১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক। আর সেই দিনই তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটি রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক দলগুলির মধ্যে মিল থাকতে পারে, অমিলও থাকতে পারে। কিন্তু এভাবে রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটা উচিত নয়।' আগামী ১৩ সেপ্টেম্বর অভিষেককে তলব করেছে ইডি। 

Advertisement
১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক। আর সেই দিনই তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটি রাজনৈতিক প্রতিহিংসা।' ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক। আর সেই দিনই তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটি রাজনৈতিক প্রতিহিংসা।'
হাইলাইটস
  • ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক। আর সেই দিনই তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
  • এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটি রাজনৈতিক প্রতিহিংসা।
  • রাজনৈতিক দলগুলির মধ্যে মিল থাকতে পারে, অমিলও থাকতে পারে। কিন্তু এভাবে রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটা উচিত নয়।'

১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক। আর সেই দিনই তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটি রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক দলগুলির মধ্যে মিল থাকতে পারে, অমিলও থাকতে পারে। কিন্তু এভাবে রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটা উচিত নয়।' আগামী ১৩ সেপ্টেম্বর অভিষেককে তলব করেছে ইডি। 

ইডি-র এই তলবের বিষয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, 'ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে আমি একজন সদস্য। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সমন্বয় কমিটির বৈঠক। আর সেইদিনই তাঁকে তলব করা হয়েছে।' বিস্ফোরক আক্রমণ হেনে অভিষেক বলেন, '৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ।'

অভিষেকের এই তলব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদেরও তো এখানে ৩৪ বছর সিপিএম ক্ষমতায় ছিল। আমরা কোনও রাজনৈতিক প্রতিহিংসার পথে যাইনি। এটুকু রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত।'

আরও পড়ুন

মমতা বলেন, 'এর আগে যখন কে গ্রেফতার করানো হয়েছিল, সেটিরও আমি সমর্থন করিনি। আমার মতে, বিরোধ থাকতেই পারে। কিন্তু এভাবে রাজনৈতিক ভেনডেটা করাটা ঠিক নয়।'

মুখ্যমন্ত্রী বলেন, 'অভিষেক যুব সমাজের প্রতিনিধি। ওরা যুবদের পছন্দ করে না। আর সেই কারণেই অভিষেককে এভাবে হেনস্থা করা হচ্ছে বারবার। ওকে সারাক্ষণ ন্যায়ের জন্য আদালত, সুপ্রিম কোর্ট ছুটতে হচ্ছে। এর জবাব যুবসমাজ, নতুন প্রজন্মই দেবে।'

রাজ্যপালের চিঠি প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। তবে তাই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মমতা। তিনি বলেন, কিছুই না, আমার বিদেশযাত্রার জন্য আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সাংবাদিক সেই সময়ে তাঁর কাছে সেই চিঠি প্রকাশের অনুরোধ করেন। তার উত্তরে মমতা বলেন, 'এটি প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত চিঠি। এটি গোপনীয় তথ্য। এটি সরকারের সঙ্গে সম্পর্কিত নয় যে প্রকাশ করা যাবে।'

Advertisement

Advertisement