প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার প্রাপ্ত লেখক। ভর্তি হয়েছিলেন হাসপাতালে। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি।
বেশ কিছুদিন আগেই ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল বলে জানা গিয়েছিল হাসপাতালের সূত্র। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা ৷ শেষের দিকে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়৷ কিন্তু, তাও হল না শেষরক্ষা ৷
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের হাত ধরে হ্যাঁচকা টান ভক্তের, গুরুতর চোট
গত ১২ বছর ধরেই সিওপিডি-তে আক্রান্ত ছিলেন লেখক ৷ সূত্রের খবর, গত ২৫ এপ্রিল থেকে তাঁর হাসপাতালে চিকিৎসা চলছিল। শেষ ৩ দিন তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। শনিবার সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার সংবাদমাধ্যমকে জানান যে গত দুদিন ধরেই তাঁর বাবাকে কেবিনে রাখা হয়েছিল। কিন্তু বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
আরও পড়ুন: প্রসেনজিৎ-এর সঙ্গে কেন জুটি ভেঙেছিলেন ঋতুপর্ণা ? সামনে এল আসল কারণ
১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম এই বিখ্যাত লেখকের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় এসেছিলেন। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। এর পর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাঁকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে। এই কালবেলা নিয়ে সিনেমা তৈরি করেন পরিচালক গৌতম ঘোষ। সাহিত্যকৃতির জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার-সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি।
সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকবার্তায় বলেছেন, 'বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল: দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'