উদ্ধার বিপুল স্যানিটাইজারনামী কোম্পানির স্যানিটাইজার নাম নিয়ে রমররমিয়ে চলছিল ব্যবসা। ইবির তল্লাশি ফাঁস হল সেই চক্র। উদ্ধার হল প্রচুর পরিমাণে স্যানিটাইজার। অভিযোগ, নামী সংস্থার নাম ভাড়িয়ে চলছিল এই ব্যবসা। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আজাদনগরের মাঠপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইবি। উদ্ধার হয় প্রায় ৫ হাজার লিটার স্যানিটাইজার। জানা গিয়েছে, নামী এক সংস্থার বোতলে এই স্যানিটাইজার ঢুকিয়ে তা পাঠিয়ে দেওয়া হত বিভিন্ন এলাকায়। তাপস মিত্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, কোনও বৈধ কাগজপত্রই দেখাতে পারেননি ওই ব্যক্তি।
করোনাকালে এমনিতেই বেড়েছে স্যানিটাইজারের চাহিদা। কিন্তু মাঝেমধ্যেই অভিযোগ ওঠে ভুয়ো স্যানিটাইজারের ব্যবস্থা। এক্ষেত্রে তেমনই অভিযোগ উঠল। ধৃত ব্যক্তি তাপস মিত্র নিজেকে ম্যানেজার হিসাবে পরিচয় দেয়। অথচ তার কাছে কোনও বৈধ কাগজ নেই। জানা গিয়েছে, ওই কারখানায় তৈরি হওয়া স্যানিটাইজার বিভিন্ন জায়গায় পাঠানো হত। ওই কারখানাতেই রয়েছে নামী এক সংস্থার প্রচুর বোতল। সেই বোতলে ভরেই স্যানিটাইজার পাঠানো হত বিভিন্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা পারুল প্রধান জানান, পুলিশ সোমবার রাতে ওই কারখানায় এসেছিলেন। তারপরেই সেখানে কথাবার্তা হয়। পরে সেই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। ওই কারখানায় হ্যান্ড ওয়াশ তৈরি হত বলে শুনেছি।
পুলিশের সন্দেহ কোনও চক্র জড়িত রয়েছে এই কাজের পিছনে। কারণ একজনের পক্ষে এতো কাজ সম্ভবত নয়। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রচুর পরিমাণে স্যানিটাইজার এবং কেমিক্যাল বাজেয়াপ্ত করা হয়েছে। স্যানিটাইজার বানানোর জন্য এই কেমিক্যাল ব্যবহার করা হত বলে জানা গিয়েছে। ৫ হাজার লিটার স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ও ইবি।