Carnival Special Metro: ‘শেষ হয়ে হইল না শেষ’, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের রেশ থেকে যাচ্ছে আরও ক’দিন। বিসর্জন পর্বের আগে আসছে আরও এক বড় আকর্ষণ 'পুজো কার্নিভাল'। আগামী ৫ অক্টোবর, রবিবার, কলকাতার রেড রোডে আয়োজিত হবে এই জমকালো কার্নিভাল। শহরের প্রথম সারির সমস্ত পুজো কমিটি প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে। তারপর বাবুঘাটে বিসর্জনের মধ্য দিয়ে পর্দা নামবে এ বছরের উৎসবে।
প্রতিবারের মতো এবারও এই কার্নিভাল দেখতে হাজির হবেন হাজার হাজার দর্শক। সেই ভিড় সামলাতে এবং রাতে নিরাপদে বাড়ি ফেরার কথা ভেবে বিশেষ উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন ও গ্রিন লাইনে চালানো হবে বাড়তি মেট্রো। শুক্রবার কলকাতা মেট্রোরেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১০টার পরেও ছ’টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে দুই লাইনে, ২০ মিনিট অন্তর।
কোন লাইনে, কখন মিলবে মেট্রো?
ব্লু লাইন (দক্ষিণেশ্বর - শহিদ ক্ষুদিরাম রুট)
আপ (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর)
রাত ১০:০৩, ১০:২৩, ১০:৪৩
ডাউন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম)
রাত ৯:৫৩, ১০:১৩, ১০:৩৩
গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ হাওড়া ময়দান)
দুই দিকেই তিনটি করে ট্রেন
রাত ১০:২০, ১০:৪০ ও ১১:০০
মেট্রোর এই বাড়তি পরিষেবায় স্বভাবতই খুশি আমজনতা, বিশেষ করে যাঁরা কার্নিভালে অংশ নিতে শহরে আসবেন। উৎসবের আনন্দ শেষে গভীর রাতেও নির্বিঘ্নে ঘরে ফেরা যাবে, এ যে ন বাড়তি পাওনা।