Fake currency in Kolkata: খাস কলকাতায় জাল নোট চক্রের হদিশ, উদ্ধার বহু টাকা; গ্রেফতার ৩

পাটুলিতে জাল নোটের বড় চক্রের হদিশ মিলল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তিনজনকে গ্রেফতার করে উদ্ধার করল বিপুল পরিমাণ জাল ও আসল টাকা। পাশাপাশি ধরা পড়ল জাল নোট তৈরির গোপন কারখানা।

Advertisement
খাস কলকাতায় জাল নোট চক্রের হদিশ, উদ্ধার বহু টাকা; গ্রেফতার ৩ কলকাতায় জাল নোটের চক্রের হদিশ।-ফাইল ছবি
হাইলাইটস
  • পাটুলিতে জাল নোটের বড় চক্রের হদিশ মিলল।
  • কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তিনজনকে গ্রেফতার করে উদ্ধার করল বিপুল পরিমাণ জাল ও আসল টাকা।

পাটুলিতে জাল নোটের বড় চক্রের হদিশ মিলল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তিনজনকে গ্রেফতার করে উদ্ধার করল বিপুল পরিমাণ জাল ও আসল টাকা। পাশাপাশি ধরা পড়ল জাল নোট তৈরির গোপন কারখানা।

বুধবার, বিকেলে পাটুলি থানা এলাকার একটি অভিযানে প্রথমে তিন সন্দেহভাজনকে আটক করে STF। তল্লাশিতে তাদের কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকার মোট ৯,২০০ টাকার জাল নোট উদ্ধার হয়। গ্রেফতার হওয়া তিন জন হলেন, সোনারপুরের বাসিন্দা ৫৮ বছরের অলোক নাগ (ওরফে বাপি), তাঁরই এলাকার ৩৩ বছরের অয়ন নাগ (ওরফে বিকি) এবং টিটাগড়ের ৩৬ বছরের শ্যাম বাবু পাসওয়ান। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারদের জেরা করে গুরুত্বপূর্ণ সূত্র পায় STF। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে সোনারপুরের তেঘোরিয়ায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। শ্যামল কুমার রায়ের মালিকানাধীন ওই বাড়িটি অলোক নাগ জাল নোট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করছিলেন বলে পুলিশের দাবি। তল্লাশিতে সেখান থেকে আরও ১৫,২০০ টাকার জাল নোট এবং ২২,০০০ টাকার আসল নগদ টাকা উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে জাল নোট তৈরির একটি প্রায় পেশাদার মানের সেটআপও উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি স্ক্যানার-কাম-রঙিন প্রিন্টার, টেমপ্লেট হিসেবে ব্যবহৃত ৫০০, ২০০, ১০০ ও ৫০ টাকার আসল নোট, বিপুল পরিমাণ আধা-তৈরি ও রঙিন ছাপা জাল নোট এবং নিরাপত্তা বৈশিষ্ট্য নকল করতে ব্যবহৃত নয়টি সবুজ চকচকে বিশেষ কলম।

বৃহস্পতিবার তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ২৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এই জাল নোট চক্রের পরিসর কতটা বড় এবং এর সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement