Kolkata Accident: কলকাতায় বেপরোয়া ফেরারির ধাক্কা, ২ সাফাইকর্মী সঙ্কটজনক, গুরুতর ৪

কলকাতা রেসকোর্সের সামনে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার ভোরে SSKM-র দিক থেকে আসা একটি ফেরারি গাড়ি রেসকোর্সের সামনে সজোরে ধাক্কা মারে দেওয়ালে। সেখানে উপস্থিত থাকা দুই মহিলা সাফাইকর্মী গুরুতর আহত হন। এরপর গাড়িটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে আরও কিছুটা গিয়ে উল্টে যায়। 

Advertisement
কলকাতায় বেপরোয়া ফেরারির ধাক্কা, ২ সাফাইকর্মী সঙ্কটজনক, গুরুতর ৪রেসকোর্সে ধাক্কা মারা ফেরারি গাড়ি

কলকাতা রেসকোর্সের সামনে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার ভোরে SSKM-র দিক থেকে আসা একটি ফেরারি গাড়ি রেসকোর্সের সামনে সজোরে ধাক্কা মারে দেওয়ালে। সেখানে উপস্থিত থাকা দুই মহিলা সাফাইকর্মী গুরুতর আহত হন। এরপর গাড়িটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে আরও কিছুটা গিয়ে উল্টে যায়। 

ঘটনাস্থলে গাড়ির পিছনের অংশটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। চালক এবং সওয়ারিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের এবং দুই সাফাই কর্মীকেই উদ্ধার করে পুলিশ SSKM হাসপাতালে ভর্তি করে। আপাতত তাঁরা চিকিৎসাধীন।

জানা যাচ্ছে, গাড়িটিতে মহারাষ্ট্রের নম্বর প্লেট ছিল। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সওয়ার ছিলেন বাবা ও ছেলে। যদিও তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। 

কীভাবে দুর্ঘটনা? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্পোর্টস কারটির গতিবেগ অনেকটাই বেশি ছিল। গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেসকোর্সের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। তারপরই উল্টেপাল্টে যায়। 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
 

POST A COMMENT
Advertisement