লর্ডস মোড়ে বাজারে বিধ্বংসী আগুন, একাধিক ইঞ্জিন ঘটনাস্থলেআবারও কলকাতার একটি বাজারে আগুন লাগল। লর্ডস মোড়ের কাছে সান্ধ্যবাজারে বুধবার দুপুরে আগুন লাগে। দমকলের একাধিক ইঞ্জিন গিয়েছে আগুন নেভাতে। আগুন দাউদাউ করে জ্বলছে। গোটা এলাকা কালো ধোঁয়াতে ভরে গিয়েছে। আশপাশের ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে। কমপক্ষে ১২টি দোকান আগুনে পুড়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। পরে ঘটনাস্থলে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়েছে যাদবপুর থানার পুলিশও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাজারে থাকা দোকানগুলির মধ্যেই কোনও একটিতে প্রথমে আগুন লাগে, সেখান থেকেই অন্য দোকানে ছড়িয়ে পড়ে। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে । বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছনোই সম্ভব হচ্ছে না।
আগুন লাগার কারণে আনোয়ার শাহ রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার এমন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। তবে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার।
মঙ্গলবার বিকেলেই বাইপাসের ধারে কালিকাপুরের একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ঝুপড়ির অধিকাংশ ঘর। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি।