কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

মকর সংক্রান্তির দিন কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সাতসকালে আগুন লাগল শহরের বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবের দোকানে। বুধবার সকালে এই আগুন লাগে বলে সূত্রের খবর।

Advertisement
কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিনকলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটে অগ্নিকাণ্ড
হাইলাইটস
  • মকর সংক্রান্তির দিন কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড।
  • আগুন লাগল শহরের বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবের দোকানে।
  • ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।

মকর সংক্রান্তির দিন কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সাতসকালে আগুন লাগল শহরের বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবের দোকানে। বুধবার সকালে এই আগুন লাগে বলে সূত্রের খবর। উত্তুরে হাওয়ার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পাশের দোকানগুলিতেও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের  ১০টি ইঞ্জিন। পরপর দোকানগুলিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকল সূত্রে খবর,  ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। বেশ কয়েক ঘণ্টা আগুন জ্বলার কারণে পুড়ে ছাই হয়ে যায় দোকানের মধ্যে থাকা বহু আসবাবপত্র। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে সূত্রের দাবি, একটি একটি করে প্রায় তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় কোনও মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয়দের আশঙ্কা আসবাবপত্রের দোকান হওয়ায় প্লাস্টিক, প্লাইউড-সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ ছিল। সেই কারণেই আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা দোকান গ্রাস করে নেয়।

অন্যদিকে, এলাকায় ছড়িয়ে রয়েছে বিদ্যুতের তার। ঘিঞ্জি এলাকায় বিদ্যুতের তারে আগুন লেগে গেলে বড় বিপত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকী আশেপাশের বহুতলেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। যদিও দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে গঙ্গাসাগরে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক অস্থায়ী ছাউনি।  ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক। যদিও সেই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

 

POST A COMMENT
Advertisement