বজবজ-শিয়ালদা শাখার সন্তোষপুর স্টেশনে আগুন লাগল। ২ নম্বর প্লাটফর্মে থাকা দোকানে ভয়াবহ আগুন লাগে। প্রায় ২০ থেকে ২৫ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, সকাল ৬টা ৪৫ নাগাদ প্রথম আগুন লাগে। প্ল্য়াটফর্মে থাকা একটি চায়ের দোকানে আগুন লাগে। চোখের পলকেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের দোকানগুলিকেও। আগুন বড় আকার নিলে যাত্রীদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি করে ঢালতে থাকেন জল। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে দমদলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
কী কারণে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ। প্রায় দেড় ঘণ্টা পরে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যাত্রীদের অভিযোগ, সন্তোষপুর স্টেশনে প্ল্যাটফর্মের ওপর ব্যাঙের ছাতার মতো দোকান গজিয়ে উঠেছে। সেখানে আগুন জ্বালিয়ে চা থেকে অন্য খাবার তৈরি করা হচ্ছে। তাই যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।