scorecardresearch
 

Fire In Kolkata: বিবাদী বাগে পুরনো বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

কলকাতায় অগ্নিকাণ্ড। বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন লেগেছে। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন।

Advertisement
বিবাদী বাগে পুরনো বাড়িতে ভয়াবহ আগুন বিবাদী বাগে পুরনো বাড়িতে ভয়াবহ আগুন
হাইলাইটস
  • বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন লেগেছে
  • ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন

কলকাতায় অগ্নিকাণ্ড। বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন লেগেছে। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। এখনও আগুনের উৎসে পৌঁছতে পারেননি তাঁরা। তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়িটি থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

আগুন লাগার পরেই বাইরে বেরিয়ে আসনে ওই বাড়িটির বাসিন্দারা। জানা গিয়েছে, কমপক্ষে ২৫টি পরিবার ওই বাড়িতে বসবাস করেন।  শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাড়িটির তিন তলা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্রমে তা ছড়িয়ে পড়ে বাড়িটির চার তলায়। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আসে আরও একটি।আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বাড়ির বাসিন্দারাও। যদিও, তাঁদের অভিযোগ, খবর পাওয়ার পরে দেরিতে এসেছে দমকল। ৪০ মিনিট দেরিতে আসার অভিযোগ করেছেন তাঁরা। আর সেই কারণেই আগুন ছড়িয়ে পড়েছে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। তাঁর অভিযোগ, বাড়িটিতে রাসায়নিক গুদাম ছিল। সেখান থেকে আগুন লেগেছে। পাশাপাশি তিনিও দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন।

Advertisement