scorecardresearch
 

Anandapur Fire: আনন্দপুরে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে হাসপাতাল সংলগ্ন ঝুপড়ি

রবিবার সকালে বাইপাসের ধারে আনন্দপুর বস্তিতে ভয়াবহ আগুন। লেলিহান আগুনের শিখায় একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই আগুন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে হাওয়ার গতি বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement
আনন্দপুরে ভয়াবহ আগুন আনন্দপুরে ভয়াবহ আগুন

রবিবার সকালে  বাইপাসের ধারে আনন্দপুর বস্তিতে ভয়াবহ আগুন। লেলিহান আগুনের শিখায় একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই আগুন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে হাওয়ার গতি বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

অন্তত ৫০টি ঝুপড়ি ঘর, দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায়। চার ঢেকে যায় ধোঁয়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট ভাবে  জানা যায়নি।

রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালর কাছে ঝুপড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা ঝুপড়িকে গ্রাস করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ঝুপড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে। এই আগুনে বহু বাসিন্দার ঘরছাড়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিপাকে ঝুপড়ির বাসিন্দারা।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি। তবে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এদিকে সামনেই ফর্টিস হাসপাতাল। সেখানকার চিকিৎসক এবং রোগীর আত্মীয়রাও বেরিয়ে আসেন বিস্ফোরণের আওয়াজে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। দেখা যায়, আগুন নেভানোর জন্যে স্থানীয়রাও দমকলকর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন। অনেক বাসিন্দাই কান্নায় ভেঙে পড়েছেন। সর্বস্ব হারানোর আতঙ্কে দিশাহারা হয়েছেন অনেকেই। ঝুপড়িতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পুড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে  আগুনে পুড়ে যাওয়া ঝুপড়িতে কেউ আটকে নেই বলে জানা যাচ্ছে।
 

Advertisement

Advertisement