Fire at kolkata bhutia market: আগুনে ছাই ভুটিয়া মার্কেটের ৫৫টি দোকান, কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ীরা

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না আধিকারিকরা।

Advertisement
আগুনে ছাই ভুটিয়া মার্কেটের ৫৫টি দোকান, কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ীরা
হাইলাইটস
  • কলকাতার ভুটিয়া মার্কেটে ভয়ংকর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত ৫৫টি দোকান।
  • বাজারের ভিতর ও বাইরের অংশ মিলিয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে।

কলকাতার ভুটিয়া মার্কেটে ভয়ংকর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত ৫৫টি দোকান। বাজারের ভিতর ও বাইরের অংশ মিলিয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। আগুনের লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়ায় কিছুক্ষণের মধ্যেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না আধিকারিকরা।

ভুটিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের পাশাপাশি দীর্ঘদিন ধরে এই বাজারে একাধিক স্থানীয় ব্যবসায়ী শীতবস্ত্র ও নানা ধরনের পোশাকের ব্যবসা চালাতেন। আচমকা এই ভয়াবহ আগুনে কার্যত সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু ব্যবসায়ী। দোকানের ভিতরে থাকা জামাকাপড়, আসবাব ও নগদ অর্থ, সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতায় চারদিক ঢেকে যায় ঘন ধোঁয়ায়, ফলে উদ্ধার ও নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

অগ্নিকাণ্ডের পর বাজারে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কীভাবে এত দ্রুত আগুন ভয়াবহ রূপ নিল, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে প্রশাসন।

ঘটনাস্থলে পৌঁছান নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement