Fire in EM Bypass Area: বাইপাসের ধারে বিধ্বংসী আগুন, জ্বলেপুড়ে শেষ হয়ে প্রচুর ঝুপড়ি

ইএমবাইপাসের ধারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রগতি ময়দান এলাকায় প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। আগুনে ভস্মীভূত একাধিক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। প্রগতি ময়দান থানা এলাকার পুলিশ এখনও পৌঁছয়নি। আগুন লাগার পর স্থানীয়েরাই বালতি দিয়ে জল দিতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, দেরিতে পৌঁছয় দমকল বাহিনী। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মিটার বক্স থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই।

Advertisement
বাইপাসের ধারে বিধ্বংসী আগুন, জ্বলেপুড়ে শেষ হয়ে যাচ্ছে প্রচুর ঝুপড়িইএম বাইপাসের ধারে ভয়াবহ আগুন

ইএমবাইপাসের ধারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রগতি ময়দান এলাকায় প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। আগুনে ভস্মীভূত একাধিক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। প্রগতি ময়দান থানা এলাকার পুলিশ এখনও পৌঁছয়নি। আগুন লাগার পর স্থানীয়েরাই বালতি দিয়ে জল দিতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, দেরিতে পৌঁছয় দমকল বাহিনী। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মিটার বক্স থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই।

পুরনো দাহ্য প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন পৌঁছনোর পর হোর্স পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কোনও পকেট ফায়ার আছে কিনা তা দেখছে দমকল বাহিনী।

বেলা পৌঁনে তিনটে নাগাদ ঝুপড়ির প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ইএম বাইপাসের ধারে একটি হোটেলের পিছনের ঝুপড়ি ঢেকে যায় কালো ধোঁয়ায়। কী কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়।

চলতি বছর এপ্রিল মাসেই ধাপায় আগুন লাগে। ধাপার কাছে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছিল। প্লাস্টিকের দাহ্যবস্তু মজুত থাকায় আগুনের স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ে। এই এলাকায় টায়ার, প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের বস্তু বাছাই হয়। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তিনমাসের মাথায় ফের আগুন লাগল এই এলাকায়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ইএম বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারেজে আগুন লেগেছিল। গ্যারাজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে গিয়েছিল ওই অগ্নিকাণ্ডে। 
 

POST A COMMENT
Advertisement