scorecardresearch
 

Fire in New Alipore: নিউ আলিপুরে হাসপাতালের কাছেই ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ফিরহাদ-অরূপ

নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের ঝুপড়িতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলে গেছে একের এক ঝুপড়ি। এই ঝুপড়িতে প্রচুর মানুষ বসবাস করেন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ।

Advertisement
নিউ আলিপুরের ঝুপড়িতে আগুন নিউ আলিপুরের ঝুপড়িতে আগুন

নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের ঝুপড়িতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলে গেছে একের এক ঝুপড়ি। এই ঝুপড়িতে প্রচুর মানুষ বসবাস করেন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রায় ২৫টি বাড়ি এই এলাকায় আছে বলে জানা যায়।

আজ বৃষ্টির সঙ্গে হাওয়া থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ব্রিজের চারদিক থেকে জল ঢালা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম, আসেন দেবাশিস কুমারও। আগুন নেভাতে নামানো হয়েছে সেনা বাহিনীকেও। নিউ আলিপুরের আর্মি ক্যাম্প থেকে তাঁদের নিয়ে আসা হয়।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "প্লাস্টিকের ব্যবহার খুব বেশি। ঠান্ডার সময় ঘর গরম করার জন্য আগুন জ্বালানো হয়। মনে হয় সেখান থেকে আগুন লেগেছে। এখানে বিশেষ কিছু নেই, কারা থাকত, না থাকত জানা নেই। আমারও জানা নেই কবে থেকে ঝুপড়ি পড়ে রয়েছে। ভিতরে কোনও লোকজন নেই। দেখা যাক কী কারণ।" এখানে যারা থাকেন তাদের কোনও কাগজপত্র নেই বলে জানা গেছে।

আরও পড়ুন

স্থানীয় এক বাসিন্দা বলেন, "রেললাইনের পাশে দখল করে রাখা ঝুপড়ি রয়েছে। যে তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে দেখে মনে হচ্ছে আগুন তাড়াতাড়ি নিভে যাবে।"

শুক্রবারই তপসিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন লাগে। বহুতলের পাশে একাধিক ঝুপড়িতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি। দুপুর সাড়ে ১২টা নাগাদ এই আগুন লাগে বলে অভিযোগ। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। যদিও, স্থানীয়দের অভিযোগ, মাত্র ২টি ইঞ্জিন কাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। ১৫০টির বেশি ঝুপড়ি পুড়ে যায়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে, খবর পেয়েও দেরিতে এসেছে দমকল। তাদের আসতে অন্তত আধ ঘণ্টা দেরি হয়েছে জানান স্থানীয় বাসিন্দারা। যে কারণে আগুন একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের তীব্রতা এতটা বেশি যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

Advertisement