মেয়র পদে ফিরহাদ, কলকাতা পুরসভায় কে কোন পদে?

কলকাতা পুরসভার মেয়র পদে ফের বহাল থাকলেন ফিরহাদ হাকিম। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কলকাতা পুরসভায় নতুন দলনেতা ফিরহাদ হাকিম। সেই সঙ্গে চেয়ারপার্সন মালা রায়। ডেপুটি মেয়র অতীন ঘোষ

Advertisement
মেয়র পদে ফিরহাদ, কলকাতা পুরসভায় কে কোন পদে?ফিরহাদ হাকিম, মালা রায় ও অতীন ঘোষ (বাঁ দিক থেকে)
হাইলাইটস
  • মেয়র পদে ফিরহাদ
  • কলকাতা পুরসভায় কে কোন পদে?
  • জানুন বিস্তারিত তথ্য

কলকাতা পুরসভার মেয়র পদে ফের বহাল থাকলেন ফিরহাদ হাকিম। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কলকাতা পুরসভায় নতুন দলনেতা ফিরহাদ হাকিম। সেই সঙ্গে চেয়ারপার্সন মালা রায়। ডেপুটি মেয়র অতীন ঘোষ।

মেয়র পদে ফিরহাদ

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতো শান্তিপূর্ণ নির্বাচন ভারতের কোথাও হয়নি। অহঙ্কারের কোনও জায়গা তৃণমূলে নেই। মাটির দিকে তাকিয়ে মাটির কথা চিন্তা করতে হবে। তৃণমূলের ১৩৪ জন প্রার্থীকে অভিনন্দন। আমাদের নতুন কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমাদের মাত্র এক জন মহিলা প্রার্থী হেরেছেন। নির্দলরা দলে আসুক চাই না। মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন। ১৬-র মধ্যে ৯টি বরো কমিটির দায়িত্বে থাকছেন মহিলারা

তৃণমূলের বৈঠক

এদিন মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের বৈঠক হয়। কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড ১৪৪টি। এর মধ্যে তৃণমূল ১৩৪টি ওয়ার্ডে তৃণমূল জিতেছে। বিজেপি জিতেছে ৩টি ওয়ার্ডে। বামেরা জিতেছে ২টি ওয়ার্ডে। কংগ্রেস জিতেছে ২টি ওয়ার্ডে। নির্দলরা জিতেছেন ৩টি ওয়ার্ডে। শোভন চট্টোপাধ্যায়র মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সেই পদ সামলে যাচ্ছিলেন ফিরহাদ হাকিম। ২০২১ কলকাতা পুর নির্বাচনে ৮২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন তিনি। ১৪ হাজারের বেশি ভোটে তিনি জয়ী হন। আগেই আন্দাজ করা গিয়েছিল ফিরহাদ হাকিমই মেয়র পদে বসতে চলেছেন। এদিন সেটাই দেখা গেল।

বড় জয় তৃণমূলের

২০১৫ কলকাতা পুর নির্বাচনের তুলনায় ২০২১ পুর নির্বাচনে আরও ভালো ফল করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তিগত লবি নয়, একটাই লবি দল। একটাই নেতা তৃণমূল। আর তৃণমূলের নেতা মা মাটি মানুষ'। 'প্ল্যান করে কাজ করতে হবে। কাজ ফেলে রাখলে হবে না। ৬ মাস পর রিপোর্ট কার্ড নেব। ৬ মাস পর রিভিউ হবে। কেউ কাজ করতে না পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দলের বেশি সময় লাগবে না, সরকারেরও বেশি সময় লাগবে না'। 'যাঁরা দলের থেকে বেড়িয়ে গিয়ে জিতেছেন। জেতার পরে ভাবছেন ফের দলে ফিরবেন, আমি চাই না তাঁরা এখনই দলে ফিরুন'।

Advertisement

POST A COMMENT
Advertisement