Firhad Hakim: বার্থ সার্টিফিকেট নিতে ভিনরাজ্যের মানুষেরও ভিড় পুরসভায়, দ্রুত কাজ করুন, নির্দেশ মেয়রের

পুরসভা সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি পুরকর্মীদের নির্দেশ দিয়েছেন, 'দ্রুত এবং বেশি সংখ্যায় জন্ম শংসাপত্র দিতে হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।' বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ১৫০টি বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, তবে মেয়রের নির্দেশে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

Advertisement
বার্থ সার্টিফিকেট নিতে ভিনরাজ্যের মানুষেরও ভিড় পুরসভায়, দ্রুত কাজ করুন, নির্দেশ মেয়রের
হাইলাইটস
  • কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্রের জন্য মানুষের ঢল।
  • বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজ্যজুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার জেরে প্রতিদিন ভিড় বাড়ছে পুরভবনের সামনে।

কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্রের জন্য মানুষের ঢল। বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজ্যজুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার জেরে প্রতিদিন ভিড় বাড়ছে পুরভবনের সামনে। যাদের জন্মের শংসাপত্র নেই বা হারিয়ে গিয়েছে, তাঁরা প্রতিলিপি কপির জন্য লাইন দিচ্ছেন পুরসভার দফতরে। গত কয়েকদিন ধরে এই লাইন ক্রমশ লম্বা হচ্ছে। বুধবার রেকর্ড সংখ্যক মানুষ পুরভবনে পৌঁছন, রক্সি সিনেমা পর্যন্ত গিয়ে পৌঁছয় লাইন।

পুরসভা সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি পুরকর্মীদের নির্দেশ দিয়েছেন, 'দ্রুত এবং বেশি সংখ্যায় জন্ম শংসাপত্র দিতে হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।' বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ১৫০টি বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, তবে মেয়রের নির্দেশে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

পুরস্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, শুধু কলকাতার বাসিন্দাই নয়, ভিন জেলা ও ভিন রাজ্যের বাসিন্দারাও পুরসভায় ভিড় করছেন। অনেকেই শহরের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে জন্মেছিলেন, কিন্তু পুরসভার জলছবি দেওয়া জন্ম শংসাপত্র তাঁদের কাছে নেই। কেউ কেউ বেঙ্গালুরু, হায়দরাবাদ বা অন্য রাজ্য থেকে ছুটি নিয়ে কলকাতা এসেছেন শুধুমাত্র এই শংসাপত্র সংগ্রহের জন্য।

এছাড়া, ভিন জেলার থানাগুলো থেকেও পুলিশ জন্ম শংসাপত্র যাচাইয়ের জন্য পুরসভায় পাঠাচ্ছে, মূলত পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, হাতে লেখা বার্থ সার্টিফিকেট আর দেওয়া হবে না। সমস্ত শংসাপত্র কম্পিউটার প্রিন্টেড, জলছবি যুক্ত এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষরযুক্ত থাকবে।

বিশেষজ্ঞ মহলের মতে, SIR আতঙ্কের মধ্যে জন্ম শংসাপত্রের জন্য এই হুড়োহুড়ি ভবিষ্যতে প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তাই পুরসভার তরফে ডিজিটাল প্রক্রিয়াকে আরও দ্রুততর করা জরুরি।

 

POST A COMMENT
Advertisement