File Image পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশি ভোটার রয়েছে। এই অভিযোগ করে এসেছে বিজেপি। এবার তার সত্যতা সামনে এল। আপাতত ৫ জন ভোটারকে চিহ্নিত করেছে FRRO (Foreigners Regional Registration Officer)। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ। কিন্তু ভারতে থাকার জন্য যা যা নথি প্রয়োজন, সবই রয়েছে তাদের কাছে। এই নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেছে FRRO।
FRRO স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। সূত্রের খবর, গত ৪ ও ৬ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ওই ৫ বাংলাদেশির তথ্য পাঠায়। তাদের সমস্ত জাল নথি যেন অবিলম্বে বাতিল করা হয়, তারও আবেদন জানানো হয়।
শনাক্ত হওয়া ওই পাঁচজন বাংলাদেশির কাছে ভোটার কার্ড, আধার কার্ড,প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সূত্রের খবর, তাদের নথি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশিদের নাম ও তাদের সম্পর্কে তথ্য-
১. আঁখি হালদার: বাংলাদেশি পাসপোর্ট (নং BH0416633) ছাড়াও একটি ভারতীয় পাসপোর্ট (নং C9491803) রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। তার কাছে একটি ভারতীয় আধার কার্ড (নং 4881-2777-6139), একটি ভারতীয় প্যান কার্ড (নং AUJPH2513C) এবং একটি ভারতীয় ভোটার কার্ড (নং YMM2905859) পাওয়া গেছে।
২. দীপঙ্কর দেবনাথ: এই ব্যক্তিও বাংলাদশি নাগরিক। (বাংলাদেশের পাসপোর্ট নং A06522681) জালিয়াতি করে ভারতীয় ভোটারস কার্ড (নং UWN1835818), ভারতীয় আধার কার্ড (নং 5273-3444-0469) বানিয়েছে। হাবরার একটা শাখায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছ।
৩. বিকাশ হালদার: এই বাংলাদেশি নাগরিকের কাছে ভারতের ভোটার কার্ড রয়েছে। তার বাংলাদেশের পাসপোর্ট নম্বর EG0688069।
৪. রিপা রানি সাহা: ওই মহিলার কাছেও ভারতীয় ভোটার কার্ড আছে। ভারতীয় ভোটার কার্ডের নম্বর KCL1745530। সেটাও বাতিলের আবেদন জানানো হয়েছে।
৫. বিজয় কৃষ্ণ সাহা: একজন বাংলাদেশি নাগরিক। তার ভোটার কার্ডও জালিয়াতি করে বানানো।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ ১২ জায়গায় SIR শুরু হয়েছে। প্রথম দফায় হয়েছিল বিহারে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশ বাংলাদেশ হওয়ায় সেখান থেকে বহু মানুষ বেআইনিভাবে ভারতে প্রবেশ করে এখানকার ভোটার হয়েছে বলে অভিযোগ বিজেপির। তাদের দাবি, SIR-এর ফলে বাংলা থেকে বহু ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। এদিকে তৃণমূলের হুমকি একজন যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় তাহলে কেন্দ্রের প্রতি আন্দোলন হবে।