বুধবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পর থেকেই উদ্বেগে দিন কাটাচ্ছে রাজ্যবাসী। তিনি কেমন আছেন তা নিয়ে চিন্তায় ডান-বাম সব শিবিরই। হাসপাতালে স্বয়ং হাজির হয়েছিলেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। তবে শুক্রবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। যদিও এখনও ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সঙ্কটজনক হলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
মমতার 'নাটক'-এর জবাব নাড্ডার, ভুল হাতে রয়েছে 'বাংলা'
বর্তমানে উডল্যান্ডস হাসাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বুধবারই অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। শুক্রবার সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়াও বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। বুদ্ধদেববাবু ভেন্টিলেশন ছাড়া স্থিতিশীল থাকতে পারছেন কিনা তা বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে এখন দেখতে চাইছেন চিকিৎসক দল।
নাড্ডার কনভয়ে হামলার আঁচ দিল্লির রাজনীতিতেও, রিপোর্ট তলব শাহের
বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় ১১ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক আছে। বুধবার গভীর রাতেই তাঁর জ্ঞান ফিরেছে। শুক্রবার চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁর যে শারীরিক প্যারামিটার ছিল তাই বজায় থেকেছে রাতে। তাঁর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বর্তমানে রয়েছে ৫৫ শতাংশ।
বুধবার গভীর রাতে জ্ঞান ফেরর পর সবচেয়ে ইতিবাচক ব্যাপার হল এদিন সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘুমপাড়ানি ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। এর পর থেকেই তাঁর চেতনা ধীরে ধীরে ফিরে আসছে। চিকিৎসকদের নির্দেশে সাড়াও দিচ্ছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী চোখ মেলে তাকানোর চেষ্টাও করছেন বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে চিকিত্সকরা জানিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, পালস, প্রেশার ইত্যাদি সব নর্মাল রয়েছে, তবে সবই ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসায় মাধ্যমে স্বাভাবিক রয়েছে। ডাক্তারদের মতে, অত্যন্ত সঙ্কটজনক থেকে এখন তাঁর অবস্থা সঙ্কটজনক। দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।