scorecardresearch
 

Harbhajan Singh On RG Kar: 'এখনই অ্যাকশন না নিলে কখন...', আরজি কর কাণ্ডে মমতাকে চিঠি হরভজনের

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার দ্রুত বিচারের দাবিতে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রাক্তন ক্রিকেটার এবং আপ-র রাজ্যসভার সাংসদ হরভজন সিং। চিঠি লেখার খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই জানিয়েছেন হরভজন।

Advertisement
'এখনই অ্যাকশন না নিলে কখন...', আরজি কর কাণ্ডে মমতাকে চিঠি হরভজনের 'এখনই অ্যাকশন না নিলে কখন...', আরজি কর কাণ্ডে মমতাকে চিঠি হরভজনের
হাইলাইটস
  • চিঠি লেখার খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই জানিয়েছেন হরভজন
  • আন্দোলনরত ডাক্তারদের পাশে থাকার কথাও জানিয়েছেন ভাজ্জি

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার দ্রুত বিচারের দাবিতে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রাক্তন ক্রিকেটার এবং আপ-র রাজ্যসভার সাংসদ হরভজন সিং। চিঠি লেখার খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই জানিয়েছেন হরভজন। তিনি লিখেছেন, 'ধর্ষণ ও খুনের ঘটনা আমাদের সকলের বিবেককে নাড়া দিয়েছিল। ক্ষোভের সঙ্গে জানাচ্ছি এই মামলার বিচারে বিলম্ব হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আন্দ বোসের কাছে একটি আন্তরিক আবেদন লিখেছি এবং তাঁদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।'

হরভজন আরও লিখেছেন, 'মহিলাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কোনও আপোষ করা যায় না। এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। তবেই আমরা আমাদের সিস্টেমে বিশ্বাস পুনরুদ্ধার করতে শুরু করতে পারি এবং নিশ্চিত করতে পারি যে এই ধরনের দু:খদায়ক ঘটনা আর কখনও না ঘটে এবং আমরা এমন একটি সমাজ তৈরি করতে পারি যেখানে প্রতিটি মহিলা নিরাপদ এবং সুরক্ষিত বোধ করে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে—এখন না হলে কখন? আমি মনে করি এখনই পদক্ষেপ নেওয়ার সময়।'

আন্দোলনরত ডাক্তারদের পাশে থাকার কথাও জানিয়েছেন ভাজ্জি। চিঠিতে তিনি লিখেছেন, 'আমি নির্যাতিতার জন্য ন্যায়বিচার দাবি করছি। আমি একটি নিরাপদ সমাজ দাবি করছি। আমি ইতিবাচক পরিবর্তন দাবি করছি। এবং আমি ডাক্তারদের ন্যায়বিচারের লড়াইয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছি।'

Advertisement