শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দোল মজুমদারকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার সকালে স্পেন থেকে দেশে ফেরার পথে তাঁকে আটক করা হয়। মার্চ মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনার পর তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি হয়েছিল।
কলকাতা পুলিশের দক্ষিণ শহরতলির বিভাগের ডিসি বিদিশা কলিতা জানান, হিন্দোলের ট্রানজিট রিমান্ডের জন্য একটি দল দিল্লিতে গিয়েছে। এবং তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাতিয়ালা হাউস আদালতে তাঁকে তোলা হবে।
হিন্দোলের বাবা, অবসরপ্রাপ্ত অধ্যাপক চন্দন মজুমদার জানান, সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ তাঁর ছেলেকে দিল্লি বিমানবন্দর থানায় আটক করা হয়। তিনি জানান, দিল্লিতে বোনের সঙ্গে সাক্ষাৎ শেষে কলকাতায় ফেরার পরিকল্পনা ছিল হিন্দোলের।
উল্লেখ্য, ১ মার্চ তৃণমূলপন্থী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলে অতি-বামপন্থী ছাত্ররা তাঁকে ঘেরাও করে। ক্যাম্পাস নির্বাচন পুনরায় শুরু করার দাবিতে উত্তেজনা তৈরি হয়। ওই সময় মন্ত্রীর গাড়ি চলে গেলে এক ছাত্র আহত হন। পুলিশের অভিযোগ, হিন্দোল এই হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
জানা গেছে, হিন্দোল ২০২৩ সাল থেকে স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সে পিএইচডি করছেন। এবং অতীতে ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফ্রন্টের সক্রিয় সদস্য ছিলেন। মার্চে এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলেও তারা বর্তমানে জামিনে আছেন। হিন্দোলের গ্রেফতার এই মামলার চতুর্থ গ্রেফতার। দিল্লির এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, দিল্লি বিমানবন্দর থেকে বাংলা পুলিশের এই ধরনের আটক বা গ্রেফতারের বিষয়ে কিছুই জানে না।