Giriraj Singh remark on Mamata: মমতাকে 'ঠুমকা' কটাক্ষ গিরিরাজের, কড়া জবাব মহুয়াদের, পথে নামছে তৃণমূল

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে এখন চলছে জোর তরজা। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচের তালে পা - মেলানোকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। বেনজির আক্রমণ শানিয়ে গিরিরাজ দাবি করেছেন, মঙ্গলবার ওই অনুষ্ঠানে কোমর দুলিয়েছেন মমতা।

Advertisement
 মমতাকে 'ঠুমকা' কটাক্ষ গিরিরাজের, কড়া জবাব মহুয়াদের, পথে নামছে তৃণমূলGiriraj Singh remark on Mamata

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে এখন চলছে জোর তরজা।  কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচের তালে পা - মেলানোকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। বেনজির আক্রমণ শানিয়ে গিরিরাজ দাবি করেছেন, মঙ্গলবার ওই অনুষ্ঠানে কোমর দুলিয়েছেন মমতা।

বুধবারের বাতিল হয়ে যাওয়া ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ও মমতার এবিষয়ে মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বেনজির ভাবে আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে৷ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল অন্য কোনও গ্রহে বাস করছেন। গোটা বাংলা দুর্নীতিতে ডুবে। গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে। আর উনি ফিল্ম ফেস্টিভালে সলমন খানের সঙ্গে কোমর দোলচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। যে রাজ্যে গরিবকে লুণ্ঠন করা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আর তার মুখ্যমন্ত্রী মোচ্ছব করছেন, কোমর দোলাচ্ছেন এটা উচিত নয়’। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দাবি, ‘উনি সেখানে গিয়ে বসে থাকতে পারছেন। ফিল্ম ফেস্টিভাল বলে কোমর দোলানোটা কি খুব দরকারি? আমার আপত্তি উনি মোচ্ছব করছেন। আর লোক খিদেয় মরছে, বেকারত্বের জ্বালায় মরছে, দুর্নীতিতে মরছে’।

দিল্লিতে সংসদ চত্বরে দাঁড়িয়ে গিরিরাজ বলেন, ‘গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে ঠুমকেতে (নাচ) মেতে রয়েছেন।’ গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুধু মোদী সরকারের মন্ত্রীই নয়, একই ইস্যুতে সমালোচনায় সরব বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দ্বিতীয় নিরো’ বলে কটাক্ষ করেছেন। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, ‘রোম পুড়ে যাওয়ার সময় নিরো বেহাল বাজাচ্ছিলেন! বাংলার মুখ্যমন্ত্রী হলেন নেরো ২.০। তিনি যখন নাচছেন তখন পশ্চিমবঙ্গ বিপুল আর্থিক বোঝা এবং সীমাহীন দুর্নীতির মধ্যে ঢুবে রয়েছে!!!’


তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷ গিরিরাজের এ ধরনের মন্তব্যের প্রতিবাদে এবার বিধানসভা অধিবেশন চলাকালীনই প্রতিবাদে মুখর হন তৃণমূলের মহিলা বিধায়কেরা৷ তাঁদের পাল্টা প্রশ্ন, ‘‘মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে?’’এদিন বিধানসভা অধিবেশন চলাকালীনও গিরিরাজের মন্তব্যের প্রসঙ্গ তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘ফিল্ম ফেস্টিভ্যাল গতকাল শুরু হয়েছে৷ যার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রদেশের মানুষ এসেছেন৷ গতকাল সলমন খান এসেছিলেন৷ আমরা অবাক হলাম এটা দেখে যে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে ভাষায় কথা বললেন৷ এটা যথাযথ নয়। মমতা বন্দোপাধ্যায় গতকাল অনেকের অনুরোধে পা মিলিয়েছেন৷ বিশেষ করে সলমন খানের অনুরোধে৷ তা নিয়ে যে ভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হল সেটা ন্যক্কারজনক। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ এটা অত্যন্ত অপমানজনক কথা৷ একটা নারীকে অপমান করা মানে নিজের মা’কে অপমান করা৷ এই ধরণের নারী বিদ্বেষ সহ্য করবে না রাজ্যের মানুষ। ’’

Advertisement

অন্যদিকে শশী পাঁজাকেও এ নিয়ে তীব্র প্রতিবাদ করতে শোনা যায় বিধানসভায়৷ মন্ত্রী বলেন, ‘‘২০২১ সালে বারবার মোদি এসেছেন। যে ভাষায় ‘দিদি ও দিদি’ বলেছিলেন তা যথেষ্ঠ অশালীন ছিল৷ এই গিরিরাজ সিং মহিলাদের টাকা বন্ধ করে দিয়েছেন অন্যায় ভাবে৷ যাঁরা মহিলাদের বিরুদ্ধে থাকে, তাঁদের দলের সাংসদ হলেন ব্রিজভূষণ৷ যদিও তিনি আছেন স্বপদে৷ আর কুস্তিগীররা রাস্তায় বসে আছেন। এই ভিডিও ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। এরা নারীকে সম্মান করবে? এরা নারী বিদ্বেষী। বাংলা তার নিজের মেয়েকে চায়। ভারত নিজের মেয়েকে সম্মান করতে জানে৷ মা বোনেদের সম্মান জানাতে কি ওদের সমস্যা আছে?’’

 

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মহুয়া মৈত্র বলেন, 'মিস্টার নট সো অনারেবল মিনিস্টার গিরিরাজ সিং, একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার লজ্জাজনক, নারীবিদ্বেষী মন্তব্য অসুস্থ এবং বিকৃত মানসিকতার পরিচয় তুলে ধরে। হ্যাঁ আমরা উৎসব পালন করতে ভালোবাসি। আমরা ঠুমকা করতেও ভালোবাসি। আমরা এটাও সেলিব্রেট করি যে BJP কোনওদিনও বাংলা শাসন করতে পারবে না।' একটি ভিডিয়ো বার্তায় মহুয়ার ঝাঁঝালো আক্রমণ, 'কোন সাহসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, কোনটা উচিত আর কোনটা অনুচিত? ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে কোটি কোটি মানুষকে বঞ্চিত করে রেখেছেন। আবাস যোজনার টাকা বছরের পর বছর বন্ধ। আপনার জটিল, অসুস্থ মানসিকতা নিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনটা করা উচিত। গেট আ লাইফ!'

 

 

বিষয়টি নিয়ে মানহানির মামলার হুঁশিয়ারি এসেছে তৃণমূল থেকে। এই মন্তব্যের মধ্য দিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, সামগ্রিকভাবে মহিলাদের অসম্মান করেছেন গিরিরাজ বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে বৃহস্পতিবার, হাজরা মোড়ে চন্দ্রিমা ভট্টাচার্য এবং মালা রায়ের নেতৃত্ব প্রতিবাদ সভাও করবে ঘাসফুল শিবির।

POST A COMMENT
Advertisement