
তিনদিনের ভারতের বহুল প্রতীক্ষিত সফরে আসছেন লিওনেল মেসি। ‘গোট ট্যুর’-এর সূচনা হচ্ছে কলকাতা থেকেই। মায়ামি থেকে উড়ান ধরে দুবাইয়ে স্বল্প বিরতি নিয়ে ১৩ ডিসেম্বর রাত প্রায় ১টা ৩০ মিনিটে পৌঁছবেন তিনি। রাতের আঁধারেই শহরে আসা, তারপর সকাল থেকে শুরু ব্যস্ততম সূচি।
সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০-মিট অ্যান্ড গ্রিট। তার পর ১০টা ৩০ থেকে ১১টা ১৫-ভার্চুয়ালি উন্মোচিত হবে মেসির মূর্তি। ১১টা ১৫ নাগাদ যুবভারতীতে পৌঁছে যাবেন তিনি। সকাল ১১টা ৩০-যুবভারতীতে পৌঁছবেন শাহরুখ খান। দুপুর ১২টা-স্টেডিয়ামে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর ১২টা থেকে ১২টা ৩০-সেলিব্রিটি-ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও সংক্ষিপ্ত বক্তব্য। সবশেষে দুপুর ২টো নাগাদ হায়দরাবাদের উদ্দেশে শহর ছাড়বেন মেসি।
This time round not planning my Knight in Kolkata…. and hoping the day Ride is completely ‘Messi’.
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2025
See you guys on the 13th at the Salt Lake Stadium.
সমর্থকদের জন্য টিকিট বিক্রি চলছে ‘ডিস্ট্রিক্ট অ্যাপ’-এ। কলকাতা-সহ বিভিন্ন শহরে টিকিটের দাম শুরু ৪,৫০০ টাকা থেকে। মুম্বইয়ে শুরু ৮,২৫০ টাকা।
হায়দরাবাদ পর্ব
১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টা-রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭-অ-সাইড প্রীতি ম্যাচ। মেসির সঙ্গে মাঠে নামবেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও। ম্যাচের পরে থাকবে মিউজিক্যাল কনসার্ট।
মুম্বই পর্ব
১৪ ডিসেম্বর বিকেল ৩টে ৩০-সিসিআই-তে প্যাডেল কাপ। বিকেল ৪টে তারকা ফুটবল ম্যাচ। সন্ধে ৫টা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান ও ফ্যাশন শো। বিশ্বকাপ-সংক্রান্ত নানা স্মারক উঠবে নিলামে।
দিল্লি পর্ব
১৫ ডিসেম্বর-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। দুপুর ১টা ৩০, অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। ২০১১ সালের পরে এ বার দ্বিতীয়বার ভারতে আসছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। মাত্র কয়েক ঘণ্টার কলকাতা-পর্ব হলেও উত্তেজনা ও উন্মাদনার কখনও ঘাটতি নেই শহরে, মাঝরাতে আগমন, দুপুরেই বিদায়, সেই অল্প সময়েই মেসি-ম্যাজিক ছড়িয়ে পড়বে পুরো শহর জুড়ে।