Haimanti Ganguly: 'লাক্সারি গাড়ি, উদ্দাম পার্টি', গভীর রাতে আরও কী কী হত হৈমন্তীর ফ্ল্যাটে ?

রাত হলেই দামী দামী গাড়ির আনাগোনা শুরু হত হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে। বসত আসর। অভিনেত্রী তথা মডেল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে সারারাত ধরে চলত পার্টি। আবার কখনও ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা হতো আবর্জনাও। যেসবে রীতিমতো বিরক্ত ছিলেন প্রতিবেশীরা। এলাকায় খোঁজ নিয়ে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement
'লাক্সারি গাড়ি, উদ্দাম পার্টি', গভীর রাতে আরও কী কী হত হৈমন্তীর ফ্ল্যাটে ?ছবি ফেসবুক থেকে নেওয়া।
হাইলাইটস
  • রাত হলেই দামী দামী গাড়ির আনাগোনা শুরু হত হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে।
  • বসত আসর।

রাত হলেই দামী দামী গাড়ির আনাগোনা শুরু হত হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে। বসত আসর। অভিনেত্রী তথা মডেল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে সারারাত ধরে চলত পার্টি। আবার কখনও ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলা হতো আবর্জনাও। যেসবে রীতিমতো বিরক্ত ছিলেন প্রতিবেশীরা। এলাকায় খোঁজ নিয়ে এমনটাই জানা যাচ্ছে। 

ছবি ফেসবুক।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) স্ক্যানারে কুন্তল ও গোপাল দলপতি। সেই সূত্রেই সামনে আসছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। এই মামলায় ধৃত তৃণমূল (TMC) যুবনেতা কুন্তল ঘোষই দিয়েছেন এই রহস‌্যময়ী নারীর তথ‌্য। তাঁর দাবি, এই হৈমন্তী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী। বেহালা মুচিপাড়া মোড় ৩৫৯ রাজা রামমোহন রায় রোডে দোতলার ফ্ল‌্যাটে থাকতেন হৈমন্তী ও গোপাল দলপতি। যদিও এলাকায় তিনি ‘গোপালদা’ নামে পরিচিত ছিলেন। তাঁর একটি কোচিং সেন্টারও ছিল। 

ছবি ফেসবুক থেকে।
হৈমন্তী গাঙ্গুলী।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গোপাল ও হৈমন্তী দু’জনে স্বামী-স্ত্রী বলেই জানতেন তাঁরা। গোপাল নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দিতেন। সকালে পুরসভার জঞ্জালের গাড়ি এলে গোপাল ফ্ল‌্যাটের ঝুলবারান্দা দিয়ে আবর্জনা ভরা প্লাস্টিক দড়ি করে ঝুলিয়ে ফেলে দিতেন। থলে হাতে নিয়ে বাজারও যেতেন। এলাকায় লোকজনের সঙ্গে দেখা হলে কথা বলতেন। কিন্তু হৈমন্তীর জীবনযাত্রা একেবারে ভিন্ন ছিল। তিনি কী করতেন কোথায় যেতেন কেউ কিছুই জানতেন না। অনেক সময় তাঁকে নিতে দামি গাড়ি আসত। স্বল্প পোশাক পরে গাড়িতে উঠে পড়তেন তিনি। শুধু তাই নয়, রাত হলে তাঁর ফ্ল‌্যাটে একাধিক মহিলা আসতেন। তাঁদের সাজ পোশাক ও ব‌্যবহার রহস‌্যজনক ছিল। 

ছবি-ফেসবুক

প্রতিবেশীদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত ফ্ল‌্যাটে হৈমন্তীরা পার্টি করতেন। মদ ও নানারকম নেশার আসর বসত ফ্ল‌্যাটে। বাইরে থেকে খাবারের প‌্যাকেট ঢুকত। নামী হোটেল থেকে সে সব খাবার আসত। 

আরও পড়ুন-Heimanti Gangopadhyay: ফ্ল্যাটের সামনে মিলল সন্দেহজনক কাগজ, হৈমন্তী এখন কোথায়?

Advertisement

    POST A COMMENT
    Advertisement