West Bengal Holiday: ১ জুলাই সরকারি অফিসে হাফ ডে, কী কারণে ছুটি দিল নবান্ন?

কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেসের দফতর এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউয়ের দফতর খোলা থাকবে। এ ছাড়া রাজ্য সরকারের অধীন সকল অফিস মঙ্গলবার অর্ধদিবস ছুটি থাকবে।

Advertisement
১ জুলাই সরকারি অফিসে হাফ ডে, কী কারণে ছুটি দিল নবান্ন?১ জুলাই সরকারি অফিসে হাফ ডে, কী কারণে ছুটি দিল নবান্ন?
হাইলাইটস
  • প্রতি বছর বিভিন্ন ভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয় পশ্চিমবঙ্গে
  • রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়

১ জুলাই চিকিৎসক দিবস। এই উপলক্ষে আগামী মঙ্গলবার ১ জুলাই দু’টি ছাড়া রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ধবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ওইদিন চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটি রাজ্যে অর্ধদিবস ছুটি থাকে। এবছরও দিনটি পালন করা হবে। ওই দিন রাজ্য সরকারের অধীনস্ত দুটি বাদ দিয়ে সমস্ত দফতরে অর্ধদিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর ২টোর ছুটি হয়ে যাবে।

কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেসের দফতর এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউয়ের দফতর খোলা থাকবে। এ ছাড়া রাজ্য সরকারের অধীন সকল অফিস মঙ্গলবার অর্ধদিবস ছুটি থাকবে। এদিকে, এই বিজ্ঞপ্তি জারি হতেই খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ ২৭ জুন রথযাত্রা উপলক্ষে ছুটি। সে দিন শুক্রবার। এর পরে শনি, রবিবার ছুটি। এরপর ৩০ জুন সোমবার অফিস থাকবে। পরের দিন মঙ্গলবার হাফ ডে ছুটি। অর্থাৎ শুক্রবার থেকেই ছুটির মেজাজে সরকারি কর্মচারীরা।

প্রতি বছর বিভিন্ন ভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয় পশ্চিমবঙ্গে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলকাতার ছাড়াও জেলায় জেলায় নানা কর্মসূচি নেওয়া হয় সরকারি ও বেসরকারি তরফে। চিকিৎসকরাও ঘটা করে ওই দিনটা পালন করেন। প্রতি বারের মতো এ বছরও চিকিৎসক দিবসে সরকার অর্ধদিবস ছুটি দিল।

POST A COMMENT
Advertisement