BJP Rally Food Menu: মাছ-ডিম-মাংস নয়, BJP-র সভায় আসা কর্মী-সমর্থকদের পাতে নিরামিষ, কী কী আছে?

আজ শহরে বিজেপির হাইভোল্টেজ সভা। বঙ্গ বিজেপির জন্য বড় ইভেন্ট। এদিন রাজ্য বিজেপির ধর্মতলার সভায় বক্তব্য রাখবেন স্বয়য়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পোডিয়ামে উঠতে উঠতে বেলা ২ টো, কিন্তু তার আগেও রয়েছে ঠাসা কর্মসূচি। ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভায় এদিন ঐতিহাসিক ভিড় হবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Advertisement
মাছ-ডিম-মাংস নয়, BJP-র সভায় আসা কর্মী-সমর্থকদের পাতে নিরামিষ, কী কী আছে?BJP Rally Food Menu

আজ শহরে বিজেপির হাইভোল্টেজ সভা।  বঙ্গ বিজেপির জন্য বড় ইভেন্ট। এদিন রাজ্য বিজেপির ধর্মতলার সভায় বক্তব্য রাখবেন স্বয়য়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পোডিয়ামে উঠতে উঠতে বেলা ২ টো, কিন্তু তার আগেও রয়েছে ঠাসা কর্মসূচি। ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভায় এদিন ঐতিহাসিক ভিড় হবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ 

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভায় বুধবার সকাল থেকেই আসতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সকাল থেকেই শিয়ালদা স্টেশনে বসে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। হাওড়া ও শিয়ালদায় বিজেপি কর্মীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকালের খাওয়া শেষ তাঁরা ধর্মতলার সভামঞ্চের দিকে যেতে শুরু করেছেন। শিয়ালদা স্টেশনে আসা বিজেপি কর্মী-সমর্থকদের খাওয়ানো হচ্ছে ডাল, ভাত ,সবজি, চাটনি।

 

 

হাওড়া স্টেশনের বাইরেও বিজেপির কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শালপাতায় ভাত, ডাল, আলু-পটলের তরকারি হেয়ে ধর্মতলামুখী হচ্ছেন গেরুয়া শিবিরের সমর্থকরা। তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় কর্মীজের জন্য থাকে ডিম-ভাতের ব্যবস্থা। তবে বিজেপির মেনুতে রয়েছে নিরামিষ। ডিমের বদলে পাত পেরে কর্মীদের নিরামিষ ডাল-ভাত-তরকারি খাওয়াচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব। 

প্রসঙ্গত কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’দের নিয়ে আজ, বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করবে বিজেপি। সেই উপলক্ষে মঙ্গলবার থেকেই শহরে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপির দাবি, সভায় বিপুল ভিড় হবে।  তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছে ৷ তারা দিল্লিতে ধরনা দিয়েছে ৷ কলকাতাতেও ধরনা দিয়েছে ৷ তারই পালটা বিজেপিও রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চায় যে অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন ৷ তাছাড়া তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সরকারি কর্মীদের ডিএ না দেওয়া, চাকরি প্রার্থীদের আন্দোলন-সহ সামগ্রিক সব ইস্যু তুলে ধরতেই বুধবার সভার আয়োজন করা হয়েছে ৷

 

 

Advertisement

আদালতের টানাপোড়েন পেরিয়ে এই সভার আয়োজন করা হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন বলে সভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ এদিকে বুধবার যেখানে বিজেপির সভা হবে, ন’বছর আগে সেখানেই সভা করেছিল গেরুয়া শিবির ৷ সেদিনও মূলবক্তা ছিলেন অমিত শাহ ৷ 
 

POST A COMMENT
Advertisement