আজ শহরে বিজেপির হাইভোল্টেজ সভা। বঙ্গ বিজেপির জন্য বড় ইভেন্ট। এদিন রাজ্য বিজেপির ধর্মতলার সভায় বক্তব্য রাখবেন স্বয়য়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পোডিয়ামে উঠতে উঠতে বেলা ২ টো, কিন্তু তার আগেও রয়েছে ঠাসা কর্মসূচি। ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভায় এদিন ঐতিহাসিক ভিড় হবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের সভায় বুধবার সকাল থেকেই আসতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সকাল থেকেই শিয়ালদা স্টেশনে বসে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। হাওড়া ও শিয়ালদায় বিজেপি কর্মীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকালের খাওয়া শেষ তাঁরা ধর্মতলার সভামঞ্চের দিকে যেতে শুরু করেছেন। শিয়ালদা স্টেশনে আসা বিজেপি কর্মী-সমর্থকদের খাওয়ানো হচ্ছে ডাল, ভাত ,সবজি, চাটনি।
হাওড়া স্টেশনের বাইরেও বিজেপির কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শালপাতায় ভাত, ডাল, আলু-পটলের তরকারি হেয়ে ধর্মতলামুখী হচ্ছেন গেরুয়া শিবিরের সমর্থকরা। তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় কর্মীজের জন্য থাকে ডিম-ভাতের ব্যবস্থা। তবে বিজেপির মেনুতে রয়েছে নিরামিষ। ডিমের বদলে পাত পেরে কর্মীদের নিরামিষ ডাল-ভাত-তরকারি খাওয়াচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব।
প্রসঙ্গত কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’দের নিয়ে আজ, বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করবে বিজেপি। সেই উপলক্ষে মঙ্গলবার থেকেই শহরে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপির দাবি, সভায় বিপুল ভিড় হবে। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছে ৷ তারা দিল্লিতে ধরনা দিয়েছে ৷ কলকাতাতেও ধরনা দিয়েছে ৷ তারই পালটা বিজেপিও রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চায় যে অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন ৷ তাছাড়া তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সরকারি কর্মীদের ডিএ না দেওয়া, চাকরি প্রার্থীদের আন্দোলন-সহ সামগ্রিক সব ইস্যু তুলে ধরতেই বুধবার সভার আয়োজন করা হয়েছে ৷
আদালতের টানাপোড়েন পেরিয়ে এই সভার আয়োজন করা হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন বলে সভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ এদিকে বুধবার যেখানে বিজেপির সভা হবে, ন’বছর আগে সেখানেই সভা করেছিল গেরুয়া শিবির ৷ সেদিনও মূলবক্তা ছিলেন অমিত শাহ ৷