SIR খসড়া ভোটার তালিকা প্রকাশ, এক ক্লিকেই খুঁজে নিন আপনার নাম, রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

অবশেষে প্রকাশিত হল SIR-এর খসড়া ভোটার তালিকা। খুব সহজ পদ্ধতিতেই নিজের নাম খুঁজে নিতে পারবেন এই ভোটার তালিকায়? স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতি ব্যাখ্যা করা হল এই প্রতিবেদনে।

Advertisement
SIR খসড়া ভোটার তালিকা প্রকাশ, এক ক্লিকেই খুঁজে নিন আপনার নাম, রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতিSIR ভোটার লিস্টে নাম খুঁজুন
হাইলাইটস
  • প্রকাশিত হল SIR-এর খসড়া ভোটার তালিকা
  • সহজ পদ্ধতিতেই নিজের নাম খুঁজে নিতে পারবেন
  • স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতি ব্যাখ্যা করা হল

অবশেষে সেই দিন। SIR-এর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। আপনার নাম সেই লিস্টে রয়েছে কি না, তা অবিলম্বে যাচাই করে নিন। কোথায়, কীভাবে দেখবেন সেই তালিকা?

কীভাবে দেখবেন SIR-এর ভোটার তালিকা?
এনুমারেশন ফর্ম যদি জমা করে থাকেন তবে আপনার নাম থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে আপনি অনলাইন এবং অফলাইনে নিজের নাম খুঁজে নিতে পারবেন। অনলাইনে আপনি সহজেই বাড়ি বসে নিজের নাম ভোটার লিস্টে থাকা না মিলিয়ে নিতে পারেন। পদ্ধতিটা খুবই সহজ। 

অনলাইনে কীভাবে খুঁজবেন নাম?
> প্রথমে eci.gov.in ওয়েবসাইটে ঢুকতে হবে। 
> ওয়েবসাইটের ডান দিকে উপরে গোলাপী রঙের উপর সাদা দিয়ে লেখা অপশন 'Search Your Name In E-Roll'। সেখানে ক্লিক করুন। 
> অন্য একটি পেজ খুলে যাবে। উপরে লেখা থাকবে 'Search In Electoral Roll'। নীচে ৩টি অপশন- এপিক নম্বর দ্বারা অনুসন্ধান, ব্যক্তিগত তথ্য দ্বারা অনুসন্ধান এবং মোবাইল নম্বর দ্বারা অনুসন্ধান।
> প্রথম অপশন সিলেক্ট করলে আপনাকে বসাতে হবে ভোটার কার্ডের EPIC নম্বর। তার আগে অবশ্যই নির্দিষ্ট রাজ্য এবং ভাষা সিলেক্ট করে নিতে হবে। 
> এরপর ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই চলে আসবে আপনার নাম। 
> ব্যক্তিগত বিবরণ দিয়ে সার্চ করলেও রাজ্য এবং ভাষা সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট ঘরে বসাতে হবে নাম, জন্ম তারিখ, আত্মীয়ের নাম (ফর্মে যা উল্লেখ করা হয়েছে), লিঙ্গ, জেলা, বিধানসভা কেন্দ্র। সবচেয়ে ক্যাপচা কোড বসিয়ে সার্চ করলেই দেখাবে নাম। 
> তৃতীয় অপশন বেছে থাকলে রাজ্য ও ভাষা সিলেক্ট করার পর বসাতে হবে মোবাইল নম্বর ও ক্যাপচা কোড। একটি OTP আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। OTP দিয়ে সার্চে ক্লিক করলেই দেখাবে নাম। 

এখানেই শেষ নয়। SIR-এর খসড়া ভোটার তালিকায় আপনার নামের পাশাপাশিই থাকছে BLO এবং ERO-র নামও। সঙ্গে দেওয়া রয়েছে ফর্ম ৭ (নাম বাদ দেওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম) এবং ফর্ম ৮ (ভুল সংশোধন করার ফর্ম)। যদি আপনার নাম নিয়ে কোনও বিভ্রান্তি থাকে বা ভুল সংশোধনের প্রয়োজন হয় তাহলে এই অপশনগুলিকে ক্লিক করে তা সহজেই অ্যাপ্লাই করা যাবে। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement