প্রেমের সম্পর্কে অশান্তির জেরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড় এলাকায়। শুক্রবার রাতে এক তরুণী তাঁর প্রেমিকের চোখ বেঁধে, হাত-পা গাছের সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রেমিককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত তরুণীকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রের খবর, আহত যুবকের নাম আব্দুর রহমান এবং অভিযুক্ত তরুণীর নাম সোমাইয়া খাতুন। তাঁদের সম্পর্ক দীর্ঘ দিনের হলেও সাম্প্রতিক সময়ে তা তিক্ততায় পরিণত হয়। ঘটনার দিন সোমাইয়া তাঁর প্রেমিককে বাড়িতে ডাকেন। কথোপকথনের পরে তাঁকে বাড়ির কাছে একটি বাগানে নিয়ে যান। সেখানে প্রেমিকের হাত-পা ও চোখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এই চরম আঘাত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমাইয়া দাবি করেছেন যে, আব্দুর তাঁকে নিয়মিত ব্ল্যাকমেল করতেন। তবে কীভাবে বা কী নিয়ে ব্ল্যাকমেল করা হতো, তা এখনও পরিষ্কার নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
হাওড়া সিটি পুলিশের ডিসিপি (দক্ষিণ) সুরিন্দর সিংহ বলেছেন, "ডোমজুড় থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করা হয়েছে। প্রেমিকের অবস্থা আশঙ্কাজনক, এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ব্ল্যাকমেলের বিষয়টি সামনে এসেছে। তবে প্রকৃত কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন।"
এলাকাবাসীর মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, এ ধরনের ঘটনা সম্পর্কের ভাঙনের কুপ্রভাব। আবার কেউ বলছেন, ব্ল্যাকমেলের মতো ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তবে এটি প্রতিহিংসার চরম নিদর্শন। আহত যুবকের শারীরিক অবস্থা সংকটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার ও চিকিৎসা চলছে। অন্যদিকে, অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।