Howrah Puja Special Train: হাওড়ায় ৮টি পুজো স্পেশাল ট্রেন, জেনে নিন টাইম টেবিল
শিয়ালদা ডিভিশনের পর এবার হাওড়া ডিভিশনও পুজো স্পেশাল ট্রেন চালাবে। পূর্ব রেলের তরফে শুক্রবার জানানো হয়েছে, পুজোর সময় ৮টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাতে ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান (মেন এবং কর্ড লাইনে) যাওয়ার জন্য ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।
হাওড়ায় ৮ জোড়া পুজো স্পেশাল ট্রেন, জেনে নিন পুরো টাইম টেবিল- কলকাতা,
- 26 Sep 2025,
- (Updated 26 Sep 2025, 7:02 PM IST)
হাইলাইটস
- লক্ষ্মীপুজো, কালীপুজোতেও বিশেষ ব্যবস্থা রেলের
- দুপুর ৩টের পর থেকে সপ্তাহের কাজের দিনগুলির মতো পরিষেবা
শিয়ালদা ডিভিশনের পর এবার হাওড়া ডিভিশনও পুজো স্পেশাল ট্রেন চালাবে। পূর্ব রেলের তরফে শুক্রবার জানানো হয়েছে, পুজোর সময় ৮টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাতে ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান (মেন এবং কর্ড লাইনে) যাওয়ার জন্য ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।
ট্রেনের সময়সূচি
- এক জোড়া হাওড়া-বর্ধমান মেন লোকাল হাওড়া থেকে ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। ব্যান্ডেল হয়ে বর্ধমানে রাত ৩টে ১০ মিনিটে পৌঁছবে। বর্ধমান থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫ মিনিটে হাওড়া পৌঁছাবে।
- একটি জোড়া হাওড়া-বর্ধমান কর্ড লোকাল হাওড়া থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে বর্ধমানে দুপুর ৩টে ২০ মিনিটে পৌঁছাবে। বর্ধমান থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে রাত ১২টা ৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে।
- এক জোড়া হাওড়া-ব্যান্ডেল স্পেশাল হাওড়া থেকে রাত ১টার সময় ছেড়ে রাত ২টো ৫ মিনিটে ব্যান্ডেল পৌঁছবে। রাত সাড়ে ১১টায় ছেড়ে রাত ১২টা ৩৫ মিনিটে হাওড়া পৌঁছবে।
- এক জোড়া শেওড়াফুলি-তারকেশ্বর স্পেশাল শেওড়াফুলি থেকে রাত সাড়ে ১২টায় ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে রাত ১টা ২০ মিনিটে। তারকেশ্বর থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫ মিনিটে শেওড়াফুলি পৌঁছবে।
- ৬৩৫০১ হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল হাওড়া থেকে রাত ১টা ৪৫ মিনিটে ছাড়বে) ২৯.০৯.২০২৫, ৩০.০৯.২০২৫, ০১.১০.২০২৫ এবং ০২.১০.২০২৫ তারিখে হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে সমস্ত স্টেশনে থামবে।
- •৩৭২২০ ব্যান্ডেল-হাওড়া লোকাল (ব্যান্ডেল থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়বে)। উপরে উল্লিখিত সমস্ত উৎসবের দিনগুলিতে সময় অনুসারে চলবে।
তাছাড়া, হাওড়া বিভাগের সমস্ত ইএমইউ লোকাল ট্রেনগুলি ২৯.০৯.২০২৫, ৩০.০৯.২০২৫, ০১.১০.২০২৫ এবং ০২.১০.২০২৫ (দুর্গাপুজোর জন্য), ০৬.১০.২০২৫ (লক্ষ্মীপুজোর জন্য এবং ২০.১০.২০২৫ (কালীপুজোর জন্য) দুপুর ২টো পর্যন্ত রবিবারের মতো পরিষেবা দেবে। দুপুর ৩ টের পর থেকে সপ্তাহের কাজের দিনগুলির মতো পরিষেবা দেবে।