Howrah Maidan and Esplanade: গঙ্গার তলায় 'অ্যাকোয়ারিয়াম', শুক্রবার মেট্রো ছোটার আগে কী কী প্রস্তুতি?

হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাণিজ্যিক পরিষেবা ১৫ মার্চ শুরু করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে৷ পূর্ব-পশ্চিম মেট্রোর বাস্তবায়নকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (কেএমআরসি) এক আধিকারিক জানিয়েছেন, স্টেশনে এবং টানেলে চূড়ান্ত ছোঁয়া দেওয়া হচ্ছে।

Advertisement
গঙ্গার তলায় অ্যাকোয়ারিয়াম, শুক্রবার মেট্রো ছোটার আগে কী কী প্রস্তুতি?হাওড়া মেট্রো। ফাইল ছবি
হাইলাইটস
  • হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাণিজ্যিক পরিষেবা ১৫ মার্চ শুরু করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে৷
  • পূর্ব-পশ্চিম মেট্রোর বাস্তবায়নকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (কেএমআরসি) এক আধিকারিক জানিয়েছেন, স্টেশনে এবং টানেলে চূড়ান্ত ছোঁয়া দেওয়া হচ্ছে।

হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাণিজ্যিক পরিষেবা ১৫ মার্চ শুরু করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে৷ পূর্ব-পশ্চিম মেট্রোর বাস্তবায়নকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (কেএমআরসি) এক আধিকারিক জানিয়েছেন, স্টেশনে এবং টানেলে চূড়ান্ত ছোঁয়া দেওয়া হচ্ছে।

পেইন্টিং
মেট্রো রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, হুগলির নীচে টানেলের ৫২০ মিটার দীর্ঘ প্রসারিত অংশের ভিতরের দেয়াল আঁকার জন্য চারুকলার বেশ কয়েকজন ছাত্রকে মোতায়েন করা হয়েছে। মেট্রো তখন জলের নীচ দিয়ে চলছে, এই অনুভূতি দিতে অ্যাকোরিয়ামের মতো আঁকা হচ্ছে। মেট্রো গঙ্গার নীচে ৪০ কিমি  বেগে চলবে। যাতে যাত্রীরা সুড়ঙ্গের অভ্যন্তরটি আরও ভালভাবে দেখতে পারে। করিডোরে গড় গতি হবে ৭০ কিমি প্রতি ঘণ্টা।

সাইনেজ
সাইনবোর্ড বসানোর শেষ মুহূর্তের কাজ চলছে। Afcons ইনফ্রাস্ট্রাকচারের একজন আধিকারিক, যে সংস্থা হাওড়া ময়দান, হাওড়া এবং মহাকরণ স্টেশন তৈরি করেছে। স্ট্র্যান্ড রোডের বায়ুচলাচল খাদ এবং হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে টানেল-সহ ক'য়েকশো সাইনবোর্ড থাকবে বলে জানিয়েছেন তিনি। হাওড়া ময়দান, হাওড়া এবং মহাকরণ স্টেশনে প্রতিটিতে ২২০ থেকে ২৫০টি সাইনবোর্ড থাকবে।

রক্ষী
কর্তৃপক্ষ এখন আরও নিরাপত্তা কর্মী মোতায়েন করার উপায় নিয়ে আলোচনা করছে। মেট্রো সূত্র জানিয়েছে যে, আরপিএফ পর্যাপ্ত কর্মী সরবরাহ করতে পারেনি। আপাতত অল্প নিরাপত্তা রক্ষী নিয়েই পরিষেবা চালু হচ্ছে। ভিড় বাড়লে বাড়ানো হবে। সূত্র জানায়, একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা নিয়োগ করা হতে পারে।

 

POST A COMMENT
Advertisement