দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে কলকাতাবাসীর। বহু প্রতীক্ষিত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শিগগিরই চালু হতে চলেছে। রবিবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত সুড়ঙ্গপথে ট্রেন চলাচল ও নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) সুমিত সিঙ্ঘল ও তাঁর টিম। সোমবারই গ্রিন লাইনের জন্য মিলেছে প্রয়োজনীয় ছাড়পত্র। ফলে মেট্রো পরিষেবা চালুর আর বিশেষ কোনও বাধা রইল না।
সূত্রের খবর, রেলবোর্ডের চূড়ান্ত অনুমতি পেলেই চালু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই গ্রিন লাইনে 'আপ' ও 'ডাউন' লাইনের দিক নির্ধারণও সম্পূর্ণ হয়েছে, ভারতীয় রেলের প্রচলিত নিয়ম অনুসারে।
অতীতের বাধা
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন একাধিকবার বড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে কলকাতার বউবাজার এলাকা। সুড়ঙ্গ খননের কারণে ধস নামায় বহু মানুষ গৃহহারা হন, রাজনৈতিক বিতর্কও তুঙ্গে ওঠে। কাজ বাধাপ্রাপ্ত হওয়ায় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মাঝের মেট্রো সংযোগ। ফলে এতদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ— দুই ভাগে আলাদা আলাদা মেট্রো চলছিল।
এবার সেই সমস্যা কাটিয়ে, বউবাজার অংশের সুড়ঙ্গ পরিদর্শনে সন্তুষ্ট হয়েছেন CRS ও বিশেষজ্ঞ দল। বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়েছে ভৌমিক কম্পন, সুড়ঙ্গের নিরাপত্তা ও আপৎকালীন ব্যবস্থা— কোথাও গুরুতর সমস্যা ধরা পড়েনি। ফলে পরিষেবা চালুর পথে সবুজ সংকেত পাওয়া গিয়েছে।
কবে শুরু হতে পারে পরিষেবা
গত বছরের ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবার সূচনা হয়েছিল। এবারে মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই CRS-এর রিপোর্ট জমা পড়বে। রিপোর্ট ইতিবাচক হলে দ্রুত রেলবোর্ড অনুমতি দেবে এবং তারপরই চালু হবে সম্পূর্ণ রুটের পরিষেবা।
এই প্রকল্প বাস্তবায়িত হলে উপকৃত হবেন গঙ্গার পশ্চিম পাড়ের বাসিন্দারা। হাওড়া স্টেশনে নেমেই সরাসরি মেট্রো ধরার সুযোগ পাবেন যাত্রীরা, যেমনটা আগে শিয়ালদা স্টেশন থেকে পাওয়া যেত। শহরের দুই প্রান্তের মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে, সময়ও অনেকটাই বাঁচবে।
এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার
সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যেতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। শহরবাসীর কাছে এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। এখন শুধু চূড়ান্ত তারিখ ঘোষণার অপেক্ষায় গোটা শহর।