অষ্টমীর আনন্দে মেতে ওঠা হাওড়া মঙ্গলবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল। বিহারের ব্যবসায়ী সুরেশ যাদব (৫৫) প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন বনবিহারী বসু লেনে। আততায়ীরা বিহার থেকেই তাঁকে অনুসরণ করে এসেছিল বলে মনে করছে পুলিশ।
কীভাবে ঘটল হামলা
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টা নাগাদ বনবিহারী বসু লেনের সন্ধ্যাবাজার এলাকায় হাঁটছিলেন সুরেশ। হঠাৎই বাইকে চেপে আসে কয়েকজন যুবক। তারা লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের তদন্তে উঠে এল তথ্য
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত সুরেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছিল এবং তিনি সাত-আট বছর জেলও খেটেছিলেন। ব্যবসায়িক কারণে তাঁর সঙ্গে বিহারের কিছু মাফিয়ার শত্রুতা তৈরি হয়েছিল। বছর দুয়েক আগে গোপালগঞ্জে তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছিল, তবে সে যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি।
পুলিশের অনুমান, শত্রুরাই তাঁকে খুনের ছক কষে অষ্টমীর রাতে হাওড়ায় এসে হামলা চালায়। সুরেশের স্ত্রী ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের তৎপরতা
ঘটনার পর রাতেই ঘটনাস্থলে পৌঁছান হাওড়া পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের বক্তব্যও সংগ্রহ করছে পুলিশ।