WB HS Topper west Bengal : উচ্চ মাধ্যমিকে প্রথম দশে কার কত নম্বর? একনজরে সম্পূর্ণ তালিকা

WB HS Result Topper List : উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2024) প্রকাশিত হল। ফল প্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

Advertisement
উচ্চ মাধ্যমিকে প্রথম দশে কার কত নম্বর? একনজরে সম্পূর্ণ তালিকাHS Result (File Photo)
হাইলাইটস
  • উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2024) প্রকাশিত হল
  • প্রথম দশে কতজন আছে, কত নম্বর পেয়েছেন?

উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2024) প্রকাশিত হল। ফল প্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

  • প্রথম হয়েছেন- আলিপুরদুয়ারের অভীক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.২০ শতাংশ। ৪৯৬ নম্বর পেয়েছেন। 
  • দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা- নরেন্দ্রপুর রাসকৃষ্ণ মিশন। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। 
  • তৃতীয় হয়েছেন একজন। নাম অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা। ৯৮.৮ শতাংশ। প্রাপ্ত নম্বর ৪৯৪। 
  • চতুর্থ স্থানে দুজন। তাঁরা মহিলা। প্রতীচি রয় তালুকদার, কোচবিহার। প্রাপ্ত নম্বর ৪৯৩। অপর জন হলেন - স্নেহা বোস। চন্দননগর। ৯৮.৬ শতাংশ পেয়েছেন তাঁরা। 
  • পঞ্চম স্থানে রয়েছেন সাতজন। প্রাপ্ত নম্বর- ৪৯২। ৯৮.৪ শতাংশ। কাঁথি হাইস্কুলের সায়ন্তন মাইতি। বাঁকুড়ার সুস্বতি কুণ্ডু, মালদহের সুপ্তথিতা সরকার, কলকাতার সৌনক কর, শান্তিনিকেতনে সানন্দা রায়। রয়েছে অঙ্কিত পাল, অর্নব কর।
  • ষষ্ঠ স্থানে রয়েছেন চারজন। প্রাপ্ত নম্বর ৪৯১। তাঁরা হলেন, হুগলির মাহেশ রামকৃষ্ণ মিশনের রুদ্র দত্ত। নরেন্দ্রপুরের নিলয় চট্টোপাধ্যায়,  কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির মনুশ্রী চন্দ, হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য। 
  • সপ্তম স্থানে রয়েছেন পাঁচজন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। ৯৮ শতাংশ। বাঁকুড়া থেকে সৌমিক দাবাল, হুগলি কলিজিয়েট স্কুল থেকে ঋতব্রত দাস। বাঁকুড়া থেকে বিদিশা, অঙ্কিতা সরদার রায়গঞ্জ থেকে, মহম্মদ সইদ আরামবাগ থেকে। 
  • অষ্টম স্থানে রয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৪৮৯। তাঁরা হলেন কলকাতার অর্ঘ্যদীপ দত্ত, হুগলির অক্ষয় কুমার , আরামবাগের সোমশুভ্র কর্মকার, বাঁকুড়ার রুমা কোঙার, গোয়ালজনের কৌশিক ঘোষ, সৃজন দত্ত। 
  • নবম স্থানে রয়েছেন ১১ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৮। অলিপুরদুয়ারের অন্বেষা দত্ত, চন্দননগরের পৃথা দত্ত, উত্তর দিনাজপুরের প্রীতম্বর বর্মণ, রহড়া অর্পণ চক্রবর্তী, নদিয়ার প্রসূন ঘোষ, নরেন্দ্রপুরের আদিত্য বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার অর্পন গোস্বামী, অর্ঘ্য সাহা, হুগলির বৃষ্টি পাল,প্রীতম আহমেদ, কলকাতার উজান চক্রবর্তী। 
  • দশম স্থানে রয়েছেন ১৬ জন। প্রাপ্ত নম্বর ৪৮৭। তাঁদের মধ্যে আছেন, সৃজানি ঘোষ, বৃষ্টি দত্ত, তানিশা দাস, সোমা ঘোষ, অন্তরা শেঠ, ইন্দ্রাণী সেন, সুকৃতি মণ্ডল, দেবপ্রিয়া পাল, শোভন কোঙার, সোহম মুখার্জি, মণিশ, শুভজিৎ ঘোষ।      


এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েছিলেন ৭,৬৪,৪৪৮। অর্থাৎ পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। কলকাতা পাঁচ নম্বরে। 

উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করবেন কীভাবে? রইল একাধিক লিঙ্ক।

অফিসিয়াল সাইট wbresults.nic.in তো বটেই, সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। এই লিঙ্কে ক্লিক করে (CLICK HERE) সেখানে বক্স ভরেই আপনার রেজাল্ট দেখতে পারবেন। প্রয়োজনে এখন থেকেই এই লিঙ্কটি বুকমার্ক করে রেখে দিন। কারণ বেলা ১টায় রেজাল্ট প্রকাশিত হবে। ৩টে থেকে অনলাইনে দেখা যাবে। এখন থেকেই তাই সেভ করে রাখুন। কোন কোন লিঙ্ক থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে? সরাসরি লিঙ্ক: https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result?utm_source=atweb_share এই লিঙ্কে গিয়ে রোল নম্বর, জন্ম তারিখ দিলেই দ্রুত রেজাল্ট দেখে নিতে পারবেন। PDF ফরম্যাটে মার্কশিট ডাউনলোডও করে রাখা যাবে। অফিসিয়াল লিঙ্ক: https://wbresults.nic.in/
 

 

POST A COMMENT
Advertisement